শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দুর্নীতির তথ্য প্রকাশ সাংবাদিকদের ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি

যাযাদি ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ০০:০০
দুর্নীতির তথ্য প্রকাশ সাংবাদিকদের ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি

সাংবাদিকদের দায়িত্ব পালনে যেকোনো ধরনের হয়রানি এবং ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে বলে জানিয়েছে দেশটি। দুর্নীতির তথ্য প্রকাশের জেরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক বিবৃতি নিয়ে প্রশ্নের জেরে দেশটি এ কথা জানিয়েছে।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক 'হুমকি সংবলিত' বিবৃতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান।

তিনি বলেন, পুলিশের দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশের জেরে সম্প্রতি মিডিয়াকে হুমকি দিয়ে একটি বিবৃতি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আপনি জানেন, সংবাদপত্রের স্বাধীনতার আন্তর্জাতিক সূচক অনুযায়ী- ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে কার্যকর রাখতে এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিতে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। সাংবাদিকদের তাদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়ার

জন্য তাদের হয়রানি বা ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টায় আমরা আপত্তি জানাই।

উলেস্নখ্য, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে 'অতিরঞ্জিত রিপোর্ট' আখ্যা দিয়ে গত ২১ জুন এর প্রতিবাদ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে