রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

বাংলাদেশের টিকে থাকার লড়াইয়ে বাধা ভারত

ক্রীড়া ডেস্ক
  ২২ জুন ২০২৪, ০০:০০
বাংলাদেশের টিকে থাকার লড়াইয়ে বাধা ভারত

বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার যেন শেষ হচ্ছে না। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যান্টিগার ভালো উইকেট থাকার পরও ব্যাটসম্যানরা দলীয় স্কোর বড় করতে পারেননি। সবচেয়ে বেশি ভোগাচ্ছে টাইগারদের ওপেনিং জুটি। চলতি টি২০ বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি বাংলাদেশের উদ্বোধনী জুটি। তারপরও আশায় বুক বাধছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারের ব্যাটসম্যান ফর্মে ফেরার পথে থাকায় টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভালো সুযোগ এখনো আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

টি২০ বিশ্বকাপের শেষ চারে খেলতে হলে আজকের ম্যাচে ভারতের বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ টাইগারদের সামনে খোলা নেই। অপরদিকে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শেষ চারে ওঠার পথে এক পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল ভারত। আজ শনিবার বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করতে চায় রোহিত-কোহলিরা। এমন এক সমীকরণকে সামনে রেখে আজ সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আর এই ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। অ্যান্টিগায় ১৪০ রান করে বাংলাদেশ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে হেরেছে ২৮ রানে। সেমিফাইনালে যাওয়ার পথে এখনো দুটি ম্যাচ আছে বাংলাদেশের। আজ একই মাঠে প্রতিপক্ষ আরেক কঠিন দল ভারত। বিশ্বকাপে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই।

সুপার এইটে উইকেটে বেশ পরিবর্তন এসেছে। প্রথমে ব্যাট করা দল কমপক্ষে ১৮০ ছাড়ানো স্কোর করছে। শুধু ব্যতিক্রম হয়েছে বাংলাদেশের সময়। ব্যাটিং ব্যর্থতার ঘেরাটপে থেকেই যাচ্ছে। ব্যর্থ টপ অর্ডার নিয়ে যদি-কিন্তুর হিসাবে থাকতে হচ্ছে দলকে। প্রতিপক্ষ ভারত বলেই প্রতিদ্বন্দ্বিতার আশা দেখছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপে অ্যাডিলেডে এই ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিলেন লিটন দাসরা। এ ছাড়া দু'দলের লড়াই মানেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা। ম্যাচগুলোও হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদিও বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিউইয়র্কে লড়াই করতে পারেনি নাজমুলরা। আবার প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের বিপক্ষে সহজ তুলে নিয়েছে। আজ জিতলে রোহিত শর্মাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে।

অ্যান্টিগায় ভারতের বিপক্ষে খেলে সুপার এইটের নিজেদের শেষ ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিততে না পারলেও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই নিয়ম রক্ষার হয়ে যাবে। এই পর্বে টিম ম্যানেজমেন্টের বড় আশা নেই। তবুও ছেলেদের স্বাভাবিক খেলার মধ্য দিয়ে ভালো কিছুর প্রত্যাশা তো থাকেই। শেষ এইটের শেষ দুই ম্যাচ নিয়ে নাজমুল বলেন, 'দুটি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। দুটি ম্যাচই জিততে পারলে আমরা আরও ভালো অবস্থানে যাব। অবশ্যই প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলব। দলের কাছে আমার চাওয়া, সবাই যেন স্বাধীনভাবে খেলে। কিন্তু এখন যেভাবে ব্যাট করছি, তা আবার করলে জয় পাওয়া খুব কঠিন।'

ক্যারিবীয় কন্ডিশন খুবই ভালো চেনা ভারতের। শক্তিশালী ব্যাটিং লাইনআপ। ব্যাটাররাও রয়েছে দারুণ ফর্মে। আফগানদের বিপক্ষে জয়ের পর রোহিত শর্মা জানিয়েছিলেন, এই কন্ডিশন তাদের খুব ভালো চেনা। এখানে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা ভালো করে জানেন। টি২০ ক্রিকেটে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের জয় মাত্র একটিতে। টি২০ বিশ্বকাপ এলেই ২০১৬ আসরের কথা আলোচনায় চলে আসে। বেঙ্গলুরে এই ভারতের বিপক্ষে সেই ম্যাচে এক রানে হেরেছিল মুশফিক-মাহমুদউলস্নাহরা। শেষ তিন বলে এক রানের সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা। এ ছাড়া গত বিশ্বকাপে অ্যাডিলেডে মাত্র পাঁচ রানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচেও একটি বাই থেকে পাঁচ রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তে সেটা হয়নি। পূর্বের এসব স্মৃতি থেকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় বাংলাদেশের দর্শকরা।

আর টি২০ বিশ্বকাপে চারবার দেখা হয়েছে দু'দলের। সব ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও ভারতকে বিপক্ষে বেশিরভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু'দল যখনই মুখোমুখি হয়েছে, তারা উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফর্ম্যান্স দেখিয়েছে। কিন্তু টি২০ ফরম্যাটে লড়াইয়ের দিক দিয়ে ভালো অবস্থায় ছিল ভারত। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচ প্রতিবারই বাড়তি উন্মাদনা তৈরি করে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বাকি অন্য ক্ষেত্রে সবসময়ই ভারতকে হারানোর সুযোগ তৈরি করে টাইগাররা।

আজকের ম্যাচে ভারতকে হারাতে না পারলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অ্যান্টিগার উইকেট সম্পর্কে ধারণা পেয়েছে বাংলাদেশ। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে বার্বাডোজ থেকে অ্যান্টিগা যেতে হবে ভারতকে। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কিন্তু ভেনু্য পরিবর্তন বা ভ্রমণ করতে হবে না টাইগারদের।

ভারত দলে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পান্থ ও হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যানরা। একই সঙ্গে এই দলে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের মতো বিশ্বসেরা পেসার ও স্পিনাররা। যারা কিনা একটি ম্যাচকে একাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে বাংলাদেশ দলে আছেন নাজমুল হোসেন শান্ত. তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মাহমুদউলস্নাহ রিয়াদের মতো ব্যাটসম্যান থাকার পরও এই দলে আছেন পেসার তাসকিন আহমেদও মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেনের মতো আছেন লেগ স্পিনার। তাইতো আজ ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে বাংলাদেশের পেসার ও স্পিনারদের দারুণ এক উপভোগ্য লড়াই দেখায় অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে