শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

হজ শেষে ফেরার পালা, আজ প্রথম ফ্লাইট

যাযাদি রিপোর্ট
  ২০ জুন ২০২৪, ০০:০০
হজ শেষে ফেরার পালা, আজ প্রথম ফ্লাইট

হজ ও কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন সৌদি আরবে গিয়ে হজ পালন করেছেন। আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্য ধরে সাজানো হয়েছে ফ্লাইট সূচি।

বুধবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা জানিয়েছে, সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবে।

ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস পরিবহণ করবে।

গত ৯ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলে। মোট ২১৮টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত হজ ফ্লাইটের সংখ্যা ছিল ১০৬টি। এছাড়া সৌদি এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাইনাস ৩৭টি ফ্লাইট চালিয়েছে।

আরও তিনজনের মৃতু্য : এদিকে, গত দুদিনে

সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হাজির মৃতু্যর খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা। এ নিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মোট ২১ বাংলাদেশির মৃতু্য হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, বাকিরা নারী। মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।

চলতি বছর হজে গিয়ে গত দুদিনে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মৃতু্যবরণ করেছেন। এ পর্যন্ত বাংলাদেশি মোট ২১ জন হজযাত্রী মারা গেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে