সহজ সমীকরণে সুপার এইটের পথে বাংলাদেশ
প্রকাশ | ১৬ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
জয়ের খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে নেপালের। দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ রানে হেরেছে নেপাল। আর এতেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে রোহিত পোডেল-স্বন্দীপ লামিচানদের। এদিকে নেপালের এই হারে গ্রম্নপ 'ডি' থেকে বাদ পড়লো শ্রীলংকা ও নেপাল। আর দক্ষিণ আফ্রিকা আগে থেকেই সুপার এইটে উঠে গেছে।
তবে নেপালের বিদায় হলেও গ্রম্নপ 'ডি' থেকে নাটকীয়তা শেষ হয়নি। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নেপাল জয় পেলে তাদের পয়েন্ট থাকবে ৩। যেখানে আগেই ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। এবার সুপার এইটে 'ডি-২' স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে।
এক্ষেত্রে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ। নেপালের বিপক্ষে জয় পেলে ২ পয়েন্ট বা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও এক পয়েন্ট পেয়ে সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে ১ পয়েন্ট। মোট পয়েন্ট পাবে ৫। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও নেদারল্যান্ডসের পয়েন্ট (৪) বাংলাদেশের তুলনায় কমই থাকবে।
তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলংকাকে হারিয়ে দিলে কিছুটা গাণিতিক হিসাব আসবে। এক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান ৪। তখন বাংলাদেশের রানরেট কম হলেই বাদ যাবে তারা।
তবে আপাতত বাংলাদেশের রানরেট বেশ ভালোই আছে। টাইগারদের রানরেট ০.৪৭৮, আর নেদারল্যান্ডসের রানরেট -০.৪০৮। তাই শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে ও বাংলাদেশকেও হারতে হবে বড় ব্যবধানে। এই সমীকরণ আপাতত কঠিনই মনে হচ্ছে। তাই বাংলাদেশের সুপার এইটে জায়গা করে নেওয়ার বেশ ভালোই সম্ভাবনা রয়েছে।
এদিকে দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দেওয়া নেপাল বাংলাদেশকে হারাতে চায়। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলে সমীকরণ মেলাতে না পারলেও নিজেদের পারফরম্যান্সে গর্বিত নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। প্রোটিয়াদের কাঁপিয়ে দেওয়ার বিশ্বাস থেকে বাংলাদেশকে হারাতে চায় তারা।
সেন্ট ভিনসেন্টে শেষ বলে ২ রানের চাহিদায় স্নায়ু ধরে রাখতে পারেননি নেপালের ব্যাটার গুলশান ঝা। সুযোগ থাকার পরও রান শেষ করার বদলে আড়ষ্ট হয়ে অল্পের জন্য রান আউট হন তিনি, ১ রানে হেরে জন্ম হয় ট্র্যাজেডির। এই ম্যাচ জিতলে সুপার এইটে যাওয়ার সম্ভাবনাও জাগিয়ে ফেলত হিমালয়ের দেশ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য হয়ে যেত নকআউট।
সেটা করতে না পেরে টুর্নামেন্ট থেকেই আউট তারা। তবে শেষ ম্যাচ খেলার আগে ঠিকই ভালো করার রসদ পাচ্ছে দলটি। তাদের ক্রিকেটের জন্য টেস্ট খেলুড়ে একটা দেশকে হারাতে পারা হবে বিশাল ব্যাপার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য না পারলেও বাংলাদেশকে হারিয়ে সেই আক্ষেপ মেটাতে চায় তারা, 'আমরা এই পরিস্থিতি (সুপার এইট) নিয়ে অবগত ছিলাম। আজ জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হতো। এটা যেহেতু হয়নি, পরের ম্যাচ গর্বের জন্য খেলব। আমরা টেস্ট খেলুড়ে দেশকে হারাতে চাই। আজ হয়নি, আগামী ম্যাচে সেটা করতে চাই। আজ যেই আত্মবিশ্বাস পেলাম সেটা ধরে রাখতে চাই। আমরা আজ যেভাবে খেলেছি এটা দেখিয়েছে আমরা এখানে কেন এসেছি। এটা আমাদের বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে।'
প্রোটিয়াদের মূল স্কোয়াডকে হারানোর সুযোগ হাতছাড়া হলেও তুমুল লড়াই করে বিশ্ব ক্রিকেটে শ্রদ্ধা আদায় করেছে নেপাল। অধিনায়ক রোহিতও তাই দল নিয়ে, পারফরম্যান্স নিয়ে বেশ গর্বিত, 'এই দল নিয়ে আমি অনেক গর্বিত। বিশেষ করে যেভাবে বোলিং ও ব্যাটিং করেছি তাতে গর্বিত। আমরা খুব কাছে গিয়েছিলাম, চাপের মুহূর্তেও ভালো করছিলাম, শেষে গিয়ে পারিনি। আমরা যদি নিয়মিত বড় মঞ্চে খেলার সুযোগ পাই তাহলে এসব ম্যাচ জিততে পারব।'
বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক উৎসবের নাম। যে কোনো সাফল্য সারাদেশে বইয়ে দেয় আনন্দের ঢেউ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিশে যান ক্রিকেট আনন্দে। এবার ক্রিকেট-উৎসবের সঙ্গে মিলে যাওয়ার অপেক্ষায় আরেক উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বকাপে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। হাজার মাইল দূরে ওই ম্যাচ জিতে দেশের মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চান সাকিব আল হাসান।
টি২০ বিশ্বকাপে শ্রীলংকার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের দুয়ারে পৌঁছে গেছে বাংলাদেশ। আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় গ্রম্নপে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। ওই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই ২০০৭ সালের পর আবার সুপার এইটে নাম লেখাবে তারা।
একই দিন বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরের দেশে সেদিন প্রথম প্রহরে নেপালকে হারিয়ে ঈদ উৎসবে বাড়তি মাত্রা যোগ করার আশা সাকিবের। নেদারল্যান্ডসকে হারানোর পর সংবাদ সম্মেলনে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব বলেন, নেপালকে হারাতেও তারা মুখিয়ে আছেন, 'অবশ্যই নেপালের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে। তাই স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি সামনে ম্যাচের জন্য।'
'ঈদের দিন, মুসলমান যারা আছি তাদের জন্য আনন্দের একটা দিন। বিশেষ করে বাংলাদেশে সবাই উদযাপন করে। অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন আনন্দ করে। তো আশা করব, এরকম ঈদের একটা দিনে তাদের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারব।'
নেপালকে হারিয়ে ঈদের আনন্দ বাড়ানোর জন্য বড় চাবি থাকবে সাকিবেরই হাতে। শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ এই অলরাউন্ডার জ্বলে উঠেছেন ডাচদের বিপক্ষে। চার নম্বরে নেমে খেলেছেন ৪৬ বলে ৬৪ রানের ইনিংস। পরে বোলিংয়ে উইকেট না পেলেও শেষ দিক দারুণ দুটি ওভারে আটকে রেখেছেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের।