চলতি টি২০ বিশ্বকাপের 'বি' গ্রম্নপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নবাগত দল ওমান। ইতোমধ্যে বিশ্বকাপের মঞ্চে ২টি ম্যাচ খেলেছে ইংলিশরা আর সেখানে ৩টি ম্যাচ খেলে ফেলেছে ওমান। ইংল্যান্ড ১ পয়েন্ট পেলেও এখনো কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি ওমান। তবে এই গ্রম্নপ থেকে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আর ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে স্কটল্যান্ড।
তবে আজকের ম্যাচে ওমানকে হারানো এবং পরের ম্যাচে নামিমিয়াকে হারাতে পারলে ইংল্যান্ডেরও পয়েন্ট হবে পাঁচ। সেক্ষেত্রে 'বি' গ্রম্নপের শেষে ম্যাচে স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়া কাছে পরাজিত হয় তাহলে শ্রেয় রান রেটের ভিত্তিতে ইংলিশদের সুপার এইটে খেলার একটা সুযোগ থাকবে। এমন এক সমীকরণকে সামনে রেখে আজ শুক্রবার অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওমানের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে
এই ম্যাচটি। ইংল্যান্ড ও ওমানের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
ওমান ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ ছাড়াও আজ রয়েছে আরও দুটি খেলা। ক্যারিবীয় দ্বিপুঞ্জের ব্রায়ান লারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ছয়টা আফগানিস্তানের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। গ্রম্নপ 'সি' গ্রম্নপ থেকে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে আফগানরা। আজকের ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারাতে পারলে গ্রম্নপ সি থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে নাম লেখাবে আফগানিস্তান। আর ফ্লোরিডায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আজকের ম্যাচে আইরিশদের হারাতে পারতে পারলে সুপার এইটে খেলা প্রায় অনেকটা নিশ্চিত হবে যুক্তরাষ্ট্রের।
গ্রম্নপ 'এ' থেকে সবার আগে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে নাম লিখিয়েছে রোহিত শর্মার দল ভারত। স্বাগতিক যুক্তরাষ্ট্র ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। আর এই গ্রম্নপে থাকা এশিযার আরেক শক্তিশালী দল পাকিস্তান ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। যদি আজকের ম্যাচে আয়ারল্যান্ডকে হারতে পারে যুক্তরাষ্ট্র। তাহলে গ্রম্নপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে ওঠার পথটা আরও লম্বা হয়ে যাবে যুক্তরাষ্ট্রের। সেক্ষেত্রে পাকিস্তানের চাওয়া হবে যুক্তরাষ্ট্র যেন আজকের ম্যাচে আযাল্যান্ডের কাছে পরাজিত হয়। তাহলে বাবর আজমের দলের সুপার এইটে খেলার একটা সম্ভাবনা থাকবে। তবে আজকের ম্যাচে আইরশদের বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্র জিতে পরের রাউন্ডে খেলার পথটাকে আরও সহজ করে রাখতে চাইবে।
এদিকে শিরোপা ধরে রাখার অভিযানে এসে উল্টো প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কায় ইংল্যান্ড। দুই ম্যাচ পরও জয়হীন দলটির সামনে অবশ্য এখনও সুপার এইটের পথ ভালোভাবেই খোলা। আর সেজন্য বাকি দুই ম্যাচে নেট রান রেটের হিসেব মাথায় রেখে খেলতে হবে তাদের। জস বাটলার অবশ্য রান রেট নিয়ে ভাবতে চান না। ওমানের বিপক্ষে নামার আগে টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যের কথা বললেন ইংলিশ অধিনায়ক।
অ্যান্টিগায় শুক্রবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই ম্যাচ শেষে তাদের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার কাছে ৩৬ রানে হেরে যায় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ্তুব্থি গ্রম্নপে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দৌড়ে অনেকটাই এগিয়ে স্কটল্যান্ড। গ্রম্নপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
ওই ম্যাচের আগেই শেষ হয়ে যাবে ইংল্যান্ডের বাকি দুই ম্যাচ। ওমানের পর নামিবিয়ার মুখোমুখি হবে বাটলারের দল। সুপার এইট খেলার আশা বাঁচিয়ে রাখতে দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই তাদের। একইসঙ্গে অপেক্ষায় থাকতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের পরাজয়ের। এরপর আসবে নেট রান রেটের হিসেব। সেখানে এগিয়ে থাকলেই পরের ধাপে যেতে পারবে ইংলিশরা। অন্যথায় সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ভাগ্যই বরণ করতে হবে তাদের।
প্রথম লক্ষ?্য ওমানের বিপক্ষে জয়। জটিল সমীকরণে অবশ্য এখনই চোখ রাখতে চান না ইংল্যান্ড অধিনায়ক বাটলার, 'আমার মনে হয় না, এখনই সব কিছু শেষ হয়ে গেছে। এখন স্পষ্ট আমাদের কীভাবে খেলতে হবে, কী করতে হবে। প্রথমত সবচেয়ে জরুরি হলো, ওমানের বিপক্ষে ম্যাচটি জিততে হবে সামনে কোনো সুযোগ পাওয়ার জন্য। তো আমাদের জেতার চেষ্টা করতে হবে, পরে যদি নেট রান রেটে প্রভাব ফেলার কোনো সুযোগ থাকে, অবশ্যই সেটি করতে হবে।'