'রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে'
প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রোহিঙ্গা শরণার্থীদের ফেরত যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রম্নতি দিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল রিফিউজি কো-অর্ডিনেটর ম্যাকেঞ্জি রো।
বুধবার ঢাকার আমেরিকান সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রম্নতিবদ্ধ। মিয়ানমারের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে এবং জাতিসংঘে আমাদের সমর্থন অব্যাহত রেখেছি, যাতে সহিংসতায় বাস্তুচু্যত রোহিঙ্গা এবং অন্যরা নিরাপদে দেশে ফিরে যেতে পারেন। সেই দিন না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় বাংলাদেশের অবিচল অংশীদার হয়ে থাকবে।'
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন (আরাকান) রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মতো ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ।
২০ জুন বিশ্ব শরণার্থী দিবস সামনে রেখে আয়োজিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা ম্যাকেঞ্জি রো বলেন, 'আজ আমি আরও পজোর দিয়ে বলতে চাই যে, বাংলাদেশ একা নয়। যুক্তরাষ্ট্র, অন্যান্য অনেক দেশের সরকার, জাতিসংঘের সংস্থা এবং এনজিও বাংলাদেশের সঙ্গে কাজ করছে যাতে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করা যায়।'
তিনি বলেন, 'জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষার জন্য আমরা সাহায্য দিয়ে যাচ্ছি, যার মধ্যে আছে- শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ যা পরিস্থিতি সাপেক্ষে মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে রোহিঙ্গাদের দক্ষতা তৈরিতে সহায়তা করা। কক্সবাজার অঞ্চলজুড়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার করা এবং রোহিঙ্গা এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা এবং বিশুদ্ধ পানির সুযোগ প্রসারিত করার জন্যও আমরা সহায়তা দিয়ে যাচ্ছি।'