স্বরাষ্ট্রের সুরক্ষা সেবা বিভাগের নতুন সচিব মো. মশিউর রহমান

প্রকাশ | ১৩ জুন ২০২৪, ০০:০০

বিশেষ প্রতিনিধি
মো. মশিউর রহমান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমান এনডিসি-কে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১, শাখার উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিনিসহ আরও পাঁচ সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়। তিনি সুরক্ষা সেবা বিভাগের বর্তমান সচিব মো. আবদুলস্নাহ আল মাসুদ চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। বর্তমান সচিব মো. আবদুলস্নাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) সচিব পদে পদায়ন করা হয়েছে। মো. মশিউর রহমান এনডিসি বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা এবং তিনি ১৯৯১ সালের ১১ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি গত ৩০ এপ্রিল ২০২৪ সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি সচিব পদে পার্বত্যবিষয়ক মন্ত্রণালয় এবং পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ছিলেন। তার আগে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, সিলেটের বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।