সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসন শান্ত। তাইতো জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে নবম টি২০ বিশ্বকাপে গ্রম্নপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বাংলাদেশ ও নোদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
হারের ক্ষত নিউইয়র্কে ফেলেই সেন্ট ভিনসেন্টে গেছে বাংলাদেশ দল। গ্রম্নপের শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুঠোয় থাকা ম্যাচটি হাত ছোয়া দূরত্বে থেকে হেরেছে বাংলাদেশ। পেছনের আফসোস নিয়ে পড়ে থাকার সময় নেই। চার্টাড বিমানেও পাঁচ ঘণ্টা দেরিতে মঙ্গলবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে পৌঁছায় বাংলাদেশ দল। সেদিনের অনুশীলনও বাতিল করে দল। সেখানে অপেক্ষা করছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে ডি-গ্রম্নপ থেকে সুপার এইটে যাওয়ার লক্ষ্য এই ম্যাচটাই অনেকটা নির্ধারণ করে দেবে। জিতলেই সুপার আট এক প্রকার নিশ্চিত বাংলাদেশের। শেষ ম্যাচে তখন নেপালের বিপক্ষে হারলেও নামধারী টাইগারদের
পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে।
বুধবার শ্রীলংকা ও নেপালের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সবার আগে ডি-গ্রম্নপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকা ও নেপালের আশা শেষই বলা যায়। আজ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচের ফলাফল হলেই শ্রীলংকা ও নেপাল পরের রাউন্ডের দৌড় থেকে ছিটকে যাবে। আজ বাংলাদেশ হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারাতে হবে এবং ডাচদের শ্রীলংকার বিপক্ষে হারতে হবে। আজ জিতলে শেষ ম্যাচে হারলেও সুযোগ থাকবে নাজমুলদের। কঠিন সমীকরণে না গিয়ে আজ জয়েই চোখ বাংলাদেশের।
কিংসটাউনে সর্বশেষ ১০ বছর কোনো আন্তর্জাতিক টি২০ ম্যাচ হয়নি। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দু'টি টি২০ ম্যাচ খেলেছিল। এমনকি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগও এই মাঠে হয় না। উইকেট নিয়ে আগাম আলোচনা করা অনেকটা বৃথাই বলা যায়। তবে নিউইয়র্কের স্স্নো-উইকেট থেকে কিছুটা স্পোর্টিং পিচ হবে বলেই প্রত্যাশা সবার। ক্যারিবীয় উইকেট হওয়ায় স্পিনারদের জন্য ভালো সুযোগ থাকতে পারে। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ১১৪ রানের লক্ষ্যে নেমে চার রানে হেরে যায়। ডাচদের বিপক্ষেও পাওয়ার পেস্নর মধ্যে চার উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে জেতান ডেভিড মিলার। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ শেষ তিন ওভারে কোনো বাউন্ডারি আদায় করতে না পেরে হেরে যায়। শেষ ওভারে তিনটি ফুলটসের সুযোগও হাতছাড়া করে উইকেটে থাকা দুই ব্যাটার মাহমুদউলস্নাহ ও জাকির আলী। তবে সবচেয়ে বড় চিন্তা সেই ওপেনিং নিয়ে। আরও ভালো করে বললে টপ অর্ডারের ব্যাটারদের নিয়ে।
আগের ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন। তার বাজে শট দৃষ্টিকটুতা বাড়িয়েছে। প্রথম ম্যাচে ভালো করার পর লিটন দাস পরের ম্যাচে ভালো আভাস দিয়েও ৯ করে আউট হন। সাকিব রয়েছে বাজে ফর্মে। ভরসা সেই সবেধন নীলমনি তাওহিদ হৃদয়। লংকানদের বিপক্ষে ব্যবধান গড়ে দেওয়া হৃদয় প্রোটিয়াদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় আউট হওয়ায় ম্যাচও হেরেছে বাংলাদেশ। বোলিংই নাজমুলদের কাছে বড় ভরসা। শরীফুল ইসলাম ফিট হলে দলের জন্য আরও কিছু হতে পারতো। কিন্তু তার জায়গায় একাদশে সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করেছেন। আবার সাকিবের বোলিংয়েও খারাপ সময় নিয়ে যত চিন্তা। তার চার ওভার পূরণের জন্য অধিনায়ককে মাহমুদউলস্নাহর শরণাপন্ন হতে হচ্ছে। তবে ক্যারিবীয় উইকেটের কথা মাথায় রেখে আজ জাকির আলীর জায়গায় শেখ মেহেদী হাসানকে খেলাতেও পারে টিম ম্যানেজমেন্ট।
অনেকেই মনে করেন বিশ্বকাপের মতো বড় আসরে ডাচরা বড় দলগুলোকে শিকার করেন। প্রোটিয়াদের বাগে পেয়েও কাজে লাগাতে পারেনি। বাংলাদেশকে তাই বাড়তি সতর্ক থাকতে হবে। নেদারল্যান্ডস সব সময়ই বাংলাদেশের জন্য বড় হুমকি। আন্তর্জাতিক ক্রিকেট জয়ের ব্যবধানে বাংলাদেশ মাত্র ৪-৩ এ এগিয়ে। তবে সর্বশেষ ভারতের মাটিতে ইডেন গার্ডেন্সে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে ডাচদের বিপক্ষে লড়াই করতে পারেনি বাংলদেশ। তাদের বোলিং বেশ গোছানো। ব্যাটিংয়ে অনেকটা বাংলাদেশের মতো রানের জন্য লড়াই করছে। ডাচদের ডান হাতি পেসার লগ্যান ভ্যান বিক গুরুত্বপূর্ণ সময়ে দারুণ কার্যকরী বোলিং করেন।
বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। ধারাবাহিকতা ধরে রেখে নেদারল্যান্ডসকে হারাতে পারলেই মাথা উঁচু করেই ক্রিকেটাররা বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবে। তবে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তা সেরা তারকা সাকিব আল হাসানের অফফর্ম। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ফর্ম ফিরে পাবেন বলেই প্রত্যাশা টাইগার শিবিরে। গত দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হিসেবে ব্যাট হাতে সাকিবের রান না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। তবে সাকিবের অফফর্মের পরও বাংলাদেশ দলে আজ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।