হজযাত্রা
পেস্নন ভাড়া কমাতে কমিটি গঠনের দাবি হাবের
প্রকাশ | ১১ জুন ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
স্বতন্ত্র টেকনিক্যাল কমিটির মাধ্যমে হজযাত্রীদের পেস্নন ভাড়া কমানো ও ভাড়া নির্ধারণ করার দাবি জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। ২০২৪ সালে হজ কার্যক্রম সমাপ্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে হাব।
হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফেলাইনাস হজযাত্রী পরিবহণ করে। কিন্তু হজযাত্রী পরিবহণ ভাড়া আশপাশের দেশ থেকে অনেক বেশি। এই ভাড়া কমানোর জন্য এভিয়েশন বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি করা জরুরি। এতে হজযাত্রীদের ওপর চাপ কমবে।
সংবাদ সম্মেলনে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এবার হজযাত্রা সবচেয়ে সুষ্ঠু হয়েছে দাবি করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। এ সময় তিনি হজযাত্রীদের সরাসরি এজেন্সির ব্যাংক একাউন্টে টাকা জমা দিয়ে মানি রসিদ সংরক্ষণ এবং প্যাকেজের সুবিধাদি লিখিত চুক্তি করা, ফ্লাইট সিডিউল নির্ধারণে ধর্ম মন্ত্রণালয় ও হাবের সঙ্গে আলোচনা করার সুপারিশ দেন।