শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
মিয়ানমার থেকে গুলি

সেন্টমার্টিনে বন্ধ নৌ চলাচল, খাদ্যের সংকট

যাযাদি ডেস্ক
  ১১ জুন ২০২৪, ০০:০০
সেন্টমার্টিনে বন্ধ নৌ চলাচল, খাদ্যের সংকট

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমার সীমান্ত থেকে গুলি ছোড়ার ঘটনায় ছয় দিন ধরে দ্বীপটিতে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিচ্ছিন্ন এই দ্বীপের ১০ হাজারের বেশি বাসিন্দা খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকটে পড়েছেন।

এই দ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম নৌপথ। প্রতিদিনই টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে এই দ্বীপের বাসিন্দারা আসা-যাওয়া করেন ট্রলারে। একই সঙ্গে খাদ্যপণ্য পরিবহণেও ব্যবহৃত হয় ট্রলার।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান বলেন, 'সেন্টমার্টিনে যারা দিন এনে দিন খায় আপাতত তারাই বেশি কষ্টে পড়েছেন। খাদ্য ও পণ্যবাহী বোট চলাচল করতে না পারায় সেন্টমার্টিনের দোকানগুলোতে মজুত করা খাদ্যপণ্য প্রায় শেষ হয়ে গেছে। তরিতরকারি, ডিম ও কাঁচা বাজারের বেশি সংকট দেখা দিয়েছে। সেই সুযোগে কিছু ব্যবসায়ীরা পণ্যের দাম দ্বিগুণ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।' দ্রম্নত সমাধান না হলে এই দ্বীপবাসীর জন্য খাদ্য ও চিকিৎসাসহ অন্যান্য সমস্যা বাড়তে পারে বলে জানান তিনি।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, 'মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। এই সংঘাতের জেরে এখন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে বাংলাদেশি নৌযানকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে।'

সেন্টমার্টিন স্পিড বোট মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, 'টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বাংলাদেশি নৌযানকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে মিয়ানমার। ট্রলারে প্রকাশ্যে গুলি করতে দেখে মানুষ ভয়ে যাচ্ছে না। তাছাড়া ওই পথ ছাড়া সেন্টমার্টিনে আসার বিকল্প কোনো ব্যবস্থা বা রুটও নাই। প্রতিদিন সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে ছয়-সাতটি বোটের মাধ্যমে শতাধিক মানুষ আসা-যাওয়া করার পাশাপাশি খাদ্য ও নিত্যপণ্য বহন করা হয়।'

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে ট্রলার ও স্পিড বোটকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। তাই ওই নৌরুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

তবে জরুরি ভিত্তিতে শাহপরীর দ্বীপ অংশ থেকে বিকল্প পদ্ধতিতে বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিনে যাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ইউএনও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে