শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

জমি নিয়ে বিরোধের জেরে অপহরণের অভিযোগ ঘটেছে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা

যাযাদি রিপোর্ট
  ১০ জুন ২০২৪, ০০:০০
জমি নিয়ে বিরোধের জেরে অপহরণের অভিযোগ ঘটেছে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, একটি জমি নিয়ে আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। একটি ফুটেজে দেখা যাচ্ছে, এক পক্ষের লোকজন একটি সাদা প্রাইভেটকার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যান। আরেকটি ফুটেজে দেখা গেছে, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন এক ব্যক্তি। তার হাতে পিস্তল।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। আজ (রোববার) প্রতিপক্ষ এসে কাজে বাধা দিলে ফাঁকা গুলি ছোড়া হয়। ওসি বলেন, 'প্রাথমিকভাবে জেনেছি, যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে, সেটি মো. রাজুর নামে লাইসেন্স করা। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।'

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপহরণের অভিযোগের বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, কে কাকে অপহরণ করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে