শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ঈদের আগে শুক্র, শনি ও রোববার শিল্প এলাকায় ব্যাংক খোলা

যাযাদি রিপোর্ট
  ১০ জুন ২০২৪, ০০:০০
ঈদের আগে শুক্র, শনি ও রোববার শিল্প এলাকায় ব্যাংক খোলা

কোরবানির ঈদের আগের ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) এবং ১৬ জুন (রোববার) সরকারি ছুটির দিন ঢাকা মহানগরী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের পোশাক শিল্প অধু্যষিত এলাকায় সব ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক রোববার সার্কুলার দিয়ে বলেছে, প্রয়োজনীয় লোকবলের মাধ্যমে পূর্ণ দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে ওই তিন দিন।

গত শনিবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশে আগামী ১৭ তারিখ পবিত্র ঈদুল-আজহা উদযাপিত হবে। সে অনুযায়ী, সরকারি ছুটি হচ্ছে ১৬, ১৭ ও ১৮ জুন।

তৈরি পোশাক খাতের রপ্তানি বিল বিক্রয় ও শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ করতে ছুটির সময়ে তিন দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, 'ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সকল তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৪, ১৫ ও ১৬ পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।'

সাপ্তাহিক ছুটির দিনেও পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতে শুক্রবার নামাজ ও দুপুরের খাবারের বিরতি ছিল। এবার সে বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় অভ্যন্তরীণভাবে সমন্বয় করতে হবে স্বাভাবিক নিয়ম মেনে।

সার্কুলারে বলা হয়, ঈদের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল প্রক্রিয়া করতে এবং এ শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার জন্য এসব ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

এদিকে সমুদ্র, স্থল এবং বিমানবন্দর এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা এবং এটিএম বুথগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের পর ব্যাংকের লেনদেন ১০-৪টা: এদিকে, সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে মিল রেখে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নতুন নিয়মে আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এখন ব্যাংক লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধাঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে