ফার্মগেটের আনোয়ারা পার্কে শপিংমল নয় : মেয়র আতিক

প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সাইকেলর্ যালিতে অংশ নেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম -ফোকাস বাংলা
ঢাকা-উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, 'রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্কে শপিংমল করতে দেওয়া হবে না। সেখানে পার্কই থাকবে। পার্ক ও মাঠগুলো আমাদের রক্ষা করতে হবে। মানুষ এই পার্কে হাঁটবে, শরীর চর্চা করবে।' শনিবার সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গুলশান-২ গোলচত্বর পর্যন্ত সাইকেলর্ যালি শেষে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর্ যালির আয়োজন করেছে। র্ যালি শেষে ডিএনসিসি মেয়র বলেন, 'মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে শরীর চর্চা, খেলাধুলা আবশ্যক। সাইক্লিং অতি উত্তম শরীর চর্চা। খেলাধুলা, ব্যায়াম না করার কারণে অনেকে শরীরব্যথা, মাথাব্যথাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তাই সুস্থতার জন্য খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে।' তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে। কিন্তু সাইকেল এমন একটি পরিবেশবান্ধব যান যেটি কোনো কার্বন নিঃসরণ করে না। তাই সাইকেল চালানোকে উৎসাহিত করছি।' প্রতি মাসে দুদিন সাইকেল চালানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও জানান তিনি।