মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে না এই বাজেট মির্জ্জা আজিজুল
প্রকাশ | ০৯ জুন ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ. বি. মির্জ্জা বলেছেন, যে ধরনের পদক্ষেপ বাজেটে নেওয়া হয়েছে, এর ফলে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামবে না। সেটা সাড়ে ৬ শতাংশের ওপরে নিশ্চয়ই থাকবে। যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা মূল্যস্ফীতি হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে হয় না।
শনিবার সকালে রাজধানীর এফডিসিতে 'অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রস্তাবিত বাজেট নিয়ে ছায়া সংসদ' এ প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম এসব কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন- ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সংসদে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও বিপক্ষে কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।
সামাজিক নিরাপত্তা বাড়াতে বাজেটে পদক্ষেপ নেওয়া হলে এ ক্ষেত্রে সুশাসন জরুরি বলে জানান সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, ভিজিডির চাল খোলা বাজারে বিক্রি করা হয়। যারা সামাজিক নিরাপত্তার আওতায় আসার কথা না, তারাও এই বেষ্টনীতে ঢুকছেন।
এই সমস্যাগুলো সরকার স্বীকারও করতে চায় না। যদি সমস্যার স্বীকৃতি না দেয়, তাহলে সমাধান হবে কীভাবে।
রিজার্ভ পরিস্থিতি সংকটময় কিনা- এমন প্রশ্নের জবাবে এই অর্থনীতিবিদ বলেন, রিজার্ভ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মে মাসে রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার। রিজার্ভ নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে, উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। কিন্তু এখন পর্যন্ত ঠিক শ্রীলংকার অবস্থায় আমরা পৌঁছেনি।