নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে এক দিনে নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি। বৃহস্পতিবার ৩৩ রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিল ৪ দশমিক ২৬ শতাংশ। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৬৭০ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। এদিকে, ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃতু্য হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৫ জনের মৃতু্য হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃতু্যর হার ১ দশমিক ৪৪ শতাংশ।