রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

যশোরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর
  ০৮ জুন ২০২৪, ০০:০০
যশোরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

যশোরে নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকান্ডের শিকার মোহাম্মদ আলী (৩০) যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি সদ্যসমাপ্ত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর মোটর সাইকেল প্রতীকের কর্মী ছিলেন। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পরিবারের দাবি, নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ ঘোড়া প্রতীকের কর্মীরা তাকে খুন করেছে। তবে পুলিশের দাবি, পূর্ব শত্রম্নতার জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। কেউ আটক নেই।

জানা যায়, যশোর সদর উপজেলায় মোটর সাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে বৃহস্পতিবার রাতে বাহাদুরপুর এলাকায় পিকনিকের (খাওয়া-দাওয়া) আয়োজন করেন মোহাম্মদ আলী ও তার সহযোগীরা। খাওয়া দাওয়া শেষে তিনি বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে পথিমধ্যে ৪-৫ জন যুবক তাকে ধাওয়া করে ধরে মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোহাম্মদ আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে হনিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ সুজায়েত জানান, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ আলীর মৃতু্য হয়েছে। তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।'

এদিকে, নিহতের পিতা আবদুর রহমান বলেন, 'আমার ছেলের অন্য কোনো শত্রম্ন নেই। ভোটের কারণে কেউ ক্ষুব্ধ থাকতে পারে। আমার ধারণা ভোটের প্রতিপক্ষের লোকজন আমার ছেলেকে হত্যা করেছে।'

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন বলেন, 'সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টু বিজয়ী হওয়ায় এলাকার কর্মীরা পিকনিকের আয়োজন করেছিল। মোহাম্মদ আলী আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আমরা সেখান থেকে খাবার খেয়ে রাতে বাড়ি ফিরছিলাম। ঘণ্টাখানেক পর শুনছি ঘোড়া প্রতীকের কর্মী নবাবের নেতৃত্বে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে মোহাম্মদ আলীকে।'

রাতেই হত্যাকান্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াওর্ যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক দাবি করেন, হত্যাকান্ডটি নির্বাচনী সহিংসতা নয়। পূর্ব শত্রম্নতার জের ধরে মোহাম্মদ আলীকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে