রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
প্রতিপক্ষ শ্রীলংকা :খেলা হবে যুক্তরাষ্ট্রের ডালাসে

বাংলাদেশের বিশ্বকাপ মিশন আজ শুরু

ক্রীড়া ডেস্ক
  ০৮ জুন ২০২৪, ০০:০০
টি২০ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে মুস্তাফিজুর রহমানকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত -ওয়েবসাইট

শ্রীলংকার বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে এবারের টি২০ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হারা লংকানরা চাপে থাকবে কিনা, তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের ভাবনা কেবল নিজেদের নিয়ে। আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে 'ডি' গ্রম্নপের এই ম্যাচটি। শ্রীলংকা ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।

নড়বড়ে ব্যাটিং লাইন আপ হলেও ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে মরিয়া টাইগাররা। কিন্তু দলটির সাম্প্রতিক পারফরম্যান্সে আশাহত ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই তাদের এমন হতশ্রী পারফরম্যান্স মেনে নিতে পারছেন না ভক্তরা। অনেকেই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের কোনো খেলাই তারা দেখবেন না! ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শান্ত-সৌম্য-লিটনদের গালমন্দ করতে শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে হয়েছে অনেক সমালোচনা। প্রশ্ন উঠেছে তাদের ক্রিকেট সামর্থ্য নিয়ে। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভক্তরা যতই গালমন্দ করুক, খেলা ঠিকই তারা দেখবেন!

ডালাসে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, 'দর্শকদের প্রত্যাশা তো সবসময় থাকেই। সবার আশা থাকে। সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সেই জায়গাটা থাকবেই। আমরাও চাই ভালো ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষের যেন ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হতাশাজনক পারফরমেন্স করলেও অনেকটাই আত্মবিশ্বাসীই মনে হচ্ছে টাইগার শিবিরকে। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছে টাইগাররা। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও অসহায়ভাবে হার বরণ করে নেয় বাংলাদেশ।

সাম্প্র্রতিক পারফরম্যান্সের বিচারে টি২০ বিশ্বকাপের পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার মতো দল নয় বাংলাদেশ। কিন্তু চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার প্রথম ম্যাচের বাজে পারফরম্যান্স টাইগারদের আশাবাদী করে তুলেছে। ওইদিনের সেই ম্যাচে মন্থর উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হওয়ায় মাত্র ৭৭ রানে অলআউট হয় শ্রীলংকা। বাংলাদেশের দলে মূল সমস্যা ব্যাটিং। আশানুরূপ বোলিং পারফরম্যান্স প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মাথাব্যথা কারণ দলের বোলাররা। এ কারণেই মন্থর উইকেট বাংলাদেশকে আত্মবিশ্বাসী করছে।

ডালাস এবং নিউ ইয়র্কের সঙ্গে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের মিল পাওয়া যাচ্ছে। শ্রীলংকাকে ধরাশায়ী করতে উইকেটের ওপরই নির্ভর করবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলংকার শোচনীয় হারের পর উইকেটটি নিম্নমানের বলে ধারণা করা হচ্ছে। এমনকি শ্রীলংকাও পিচের সমালোচনা করেছে। তবে বাংলাদেশকে নতুনভাবে ইতিহাস লিখতে হবে। ২০০৭ সালের প্রথম আসর দিয়েই টি২০ বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ওই আসরে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই জয়টিই এখনো পর্যন্ত বড় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়। অস্ট্রেলিয়ায় সর্বশেষ টি২০ বিশ্বকাপে তিনটি জয় পেয়েছিল টাইগাররা। সেটিই এক আসরে বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ড। কিন্তু তিনটি জয়ই ছোট দলের বিপক্ষে পেয়েছিল টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে এখন পর্যন্ত সংক্ষিপ্ত ভার্সনে ১৬ ম্যাচ মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে জয় ও ১১টিতে হেরেছে তারা। বড় দলগুলোর মধ্যে একমাত্র শ্রীলংকার বিপক্ষেই সবচেয়ে বেশি জয় আছে টাইগারদের। এই পরিসংখ্যানও বাংলাদেশের জন্য বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে।

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আগে যা হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমাদের কতটা সামর্থ্যবান। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে।'

গ্রম্নপ 'ডি'-তে শ্রীলংকা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। পরের রাউন্ডে যেতে চাইলে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো একটি বড় দলকে হারাতে হবে বাংলাদেশকে। শান্তর নির্ভীক ক্রিকেট খেলার ইচ্ছা থাকলেও অভিজ্ঞ ব্যাটার মাহমুদউলস্নাহ রিয়াদের বিশ্বাস টুর্নামেন্টে ভালো শুরু যে কোনো দলকে আত্মবিশ্বাসী করে। তিনি বলেন, 'আমরা কীভাবে টুর্নামেন্ট শুরু করব, তার ওপর সবকিছু নির্ভর করছে। আমাদের ভালো শুরু করতে হবে। টি২০ বিশ্বকাপে শুরুটা ভালো করতে পারলে আমরা অনেকদূর এগিয়ে যাব বলেই আমার বিশ্বাস।'

অপরদিকে চাপে থাকবে শ্রীলংকা। কারণ, বাংলাদেশকে যদি হারাতে না পারে তাহলে পরের রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে যাবে লংকানদের। সেক্ষেত্রে অনেক যদির ওপর নির্ভর করতে হবে তাদের। নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে হারানোর চাপ দল কাটিয়ে উঠবে বলে বিশ্বাস করেন শ্রীলংকার অধিনায়ক ওয়াহিনদু হাসারাঙ্গা।

সাইড স্ট্রেন ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এবং অনুশীলন ম্যাচে খেলতে না পারা পেসার তাসকিন আহমেদের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ। কিন্তু দলের আরেক সেরা পেসার শরিফুল ইসলামকে পাবে না টাইগাররা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বোলিং হাতে ইনজুরিতে পড়েন শরিফুল। বাংলাদেশ অধিনায়ক শান্তর আশা, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শ্রীলংকাকে হারানো সম্ভব। এ বিষয়টি প্রসঙ্গে তিনি বলেন, 'তবে গুরুত্বপূর্ণ হলো, আমরা কীভাবে ম্যাচটিতে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করছি এবং আমাদের যে শক্তির জায়গা আছে, সেভাবে ম্যাচটি খেলছি কি না। নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে অবশ্যই ভালো একটি ম্যাচ আমরা খেলতে পারব।'

জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ। যদিও অধিনায়ক আশার কথাই শোনালেন। নতুন দিনে পুরনো হতাশা পেছনে ফেলে শান্তর চিন্তা কেবল শ্রীলংকার বিপক্ষে শনিবারের ম্যাচকে ঘিরেই, 'আগে কী হয়েছে, এটা চিন্তা না করে, কালকে (শনিবার) একটা নতুন দিন, জানি না কে ভালো খেলবে বা কে খারাপ করবে, নতুন দিনে শুরুটা ভালো করবে বা যে ব্যাটসম্যান সেট হবে, তার বড় দায়িত্ব খেলাটা ভালোভাবে শেষ করার। যেভাবে আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিয়েছে, সেভাবে বাস্তবায়ন করতে পারলে শ্রীলংকার বিপক্ষে ভালো ম্যাচ হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে