সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি ঘরে ফিরছেন বাসিন্দারা

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উপজেলা পর্যায়ে এবং সিলেট নগরে বন্যার পানির কারণে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, 'ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমাণ কম। সিলেটেও বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় নদ-নদীর পানি কমছে। তবে পানি কিছুটা ধীরগতিতে নামছে। এতে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এমন অবস্থা অব্যাহত থাকলে পানি আরও কমে আসবে।' এদিকে, সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শহরের ৪২ ওয়ার্ডের মধ্যে ২৮টির মানুষ পানিবন্দি অবস্থায় ছিলেন। এর মধ্যে বুধবার ১৩টি ওয়ার্ডে আংশিক জলাবদ্ধতা ছিল। সিলেট নগরের ২০টি আশ্রয়কেন্দ্রে প্রায় তিন হাজার বাসিন্দা আশ্রয় নিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আশ্রিতদের অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। তবে বেলা ৩টায় পুরোপুরি কতজন আশ্রয়কেন্দ্রে আছেন, সেটি জানা যায়নি। সিলেট সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, 'সিলেটের বিভিন্ন পাড়া-মহলস্নায় জমে যাওয়া পানি নামছে। বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছেন। তবে সিটি করপোরেশনের আশ্রয়কেন্দ্রগুলো খোলা আছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে রান্না করা খাবারসহ শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। পানি যাতে দ্রম্নত নেমে যায়, সে জন্য ছড়া-খাল পরিচ্ছন্ন অভিযান চলছে।' পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেটের বিভিন্ন নদ-নদীর পানি বুধবারের তুলনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বেশ কমেছে। দুটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি কমলেও বিপৎসীমার ওপরে ছিল। নদীর ওই পয়েন্টে পানির বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। সকাল ৯টায় ওই পয়েন্টে পানি ১৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।