যায়যায়দিনের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
পাঠকনন্দিত সংবাদপত্র যায়যায়দিন ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পা রেখেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের প্রতিটি জেলা-উপজেলায় বর্ণাঢ্য নানা উৎসব আয়োজনে শুভ জন্মদিন উদযাপন করেছে যায়যায়দিন পরিবার। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগের্ যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশ বরেণ্য ব্যক্তিরা এসব অনুষ্ঠানে যোগ দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। সুদীর্ঘ পথচলায় নিরপেক্ষ ও সাহসী ভূমিকা রাখার জন্য তারা যায়যায়দিনের ভূয়সী প্রশংসা করেন। বন্দর নগরী চট্টগ্রামের বু্যরো অফিসে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনের শুভ উদ্বোধন করেন যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ। এরপর উৎসবমুখর পরিবেশে জন্মদিনের কেক কাটা হয়। এর আগে বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতারা যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ এবং চট্টগ্রাম বু্যরো প্রধান সন্‌জীব নাথকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচআরসি গ্রম্নপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ ইদ্রিস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, পোট্রেট সম্পাদক রুপম চক্রবর্তী, এইচআরসি গ্রম্নপের জেনারেল ম্যানেজার আলী আশরাফ আহমেদ খান, জেনারেল ম্যানেজার দেব প্রসাদ ভট্টচার্য্য, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার সরওয়ার মো. ইউসুফ, ওয়ান ব্যাংকের এসইভিপি জাহেদ ইকবাল, এসএভিপি সিরাজ উদ-দৌলা, এভিপি সত্যজিৎ চৌধুরী, সহকারী ব্যবস্থাপক অমিতোষ বড়ুয়া, চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার খোরশেদ আলম শামীম, নুরউদ্দীন খান সাগর। যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, যায়যায়দিন নিষ্ঠার সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। আজ যায়যায়দিন পাঠকনন্দিত দৈনিক। আগামীতে যায়যায়দিন সব পাঠকের প্রত্যাশা পূরণ করবে। চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, যায়যায়দিন একটি ব্যতিক্রমধর্মী জাতীয় দৈনিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এ পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। বু্যরো প্রধান সন্‌জীব নাথ বলেন, যায়যায়দিন মানুষের ভালোবাসায় উনিশ বছরে পা দিয়েছে। এই পত্রিকাকে আরও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে চট্টগ্রাম বু্যরো অফিস আন্তরিক ভূমিকা পালন করবে। খুলনায় অনুষ্ঠান খুলনা অফিস জানায়, যায়যায়দিনের ১৯তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় যায়যায়দিনের খুলনা অফিস প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি বের হয়।র্ যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ তালুকদার আ. খালেক অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন। প্রধান অতিথি বলেন, 'সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে ১৯ বছর আগে যায়যায়দিন পত্রিকা যাত্রা শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে পত্রিকাটি অভাবনীয় জনপ্রিয় হয়ে ওঠে সাহসী ও খবরের পেছনের সঠিক তথ্য তুলে ধরে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে।' তিনি যায়যায়দিনের জন্মদিনে পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরীসহ যায়যায়দিন পরিবারের সবার মঙ্গল কামনা করেন। এছাড়া যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সব সময় কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. ফারুক আহম্মেদ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মলিস্নক সুধাংশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা চেম্বারের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, খুলনা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল, শিল্প পুলিশের পুলিশ সুপার কানাই লাল সরকার, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর আহম্মেদ ও খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাইদ। দৈনিক যায়যায়দিন পরিবারের পক্ষ থেকে এ বছর খুলনার ৮ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথির হাত থেকে সম্মাননা গ্রহণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) মো. তাজুল ইসলাম (পিপিএম), খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন (পিপিএম), ইসমাত জাহান ববি (নারী সাংবাদিতায়), খুলনা সদর থানার এসআই সুকান্ত দাশ ও এম রুমানিয়া (কণ্ঠশিল্পী), দৈনিক যায়যায়দিন খুলনা বু্যরো প্রধান মো. আতিয়ার রহমান (শান্ত)। এছাড়া খুলনা অফিসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয় দৈনিক যায়যায়দিনের ঢাকা অফিসের সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. নুরুল হক, এইচআরসি গ্রম্নপের সিনিয়র ম্যানেজার মো. বদিউল আলম, খালিশপুর থানা ১২নং ওয়ার্ড সভাপতি মো. মুজতবা নজর, সাংবাদিক মো. কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মেহেদী হাসান, মো. রাজিবুল ইসলাম (রাজিব), এইচ আলম হক সাগর, এএসআই মো. আ. হালিম, ব্যবসায়ী মো. এস এম বকুল, আনিশা আফরিন, তৌয়ব আলি পর্বতকে। ঢাকার অনুষ্ঠান এদিকে যায়যায়দিনের প্রধান কার্যালয় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডস্থ এইচআরসি মিডিয়া ভবন থেকে বিকাল সাড়ে ৪টায় বিশাল একর্ যালি বের হয়।র্ যালিটি আশপাশের কয়েক সড়ক ঘুরে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।র্ যালিতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পাশাপাশি পত্রিকার সর্বস্তরের সংবাদকর্মী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। র্ যালি শেষে যায়যায়দিনের মিডিয়া সেন্টার মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। একই সঙ্গে ফল উৎসবের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে যায়যায়দিনের জন্মদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সংক্রান্ত আরও খবর ও ছবি পৃষ্ঠা ১৮...