আনার হত্যা বারাসাত আদালতে জিহাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় অভিযুক্ত জিহাদ হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার জিহাদকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে নেওয়া হয়। আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) শুভঙ্কর বিশ্বাস তার দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন। পশ্চিমবঙ্গের গোয়েন্দাদের হাতে গত ২৩ মে বনগাঁও থেকে ধরা পড়েন জিহাদ। ওই রাতেই আনারের দেহাংশ উদ্ধারের জন্য তাকে নিয়ে তলস্নাশি চালায় সিআইডি। ২৪ মে তাকে আদালতে তোলা হলে, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রিমান্ডে চায়। সেদিন সরকারি আইনজীবীর কাছে তার বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ শুনে ১২ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন বিচারক। এরপর তাকে বুধবার আদালতে তোলা হলো। ৭ জুন জিহাদকে আবার আদালতে তোলা হবে। আনারকে নৃশংসভাবে হত্যার অভিযোগে জিহাদের নামে রাজ্য গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। তাকে ভারতীয় দন্ডবিধি অনুযায়ী ৩৬৪, ৩০২, ২০১ ও ১২০বি- এ চার ধারায় মামলা দেওয়া হয়েছে। প্রতিটিই জামিন-অযোগ্য ধারা।