শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

দুর্নীতি ইসু্যতে প্রতিবাদ কর্মসূচিতে যাবে বিএনপি

যাযাদি রিপোর্ট
  ০৫ জুন ২০২৪, ০০:০০
দুর্নীতি ইসু্যতে প্রতিবাদ কর্মসূচিতে যাবে বিএনপি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদসহ সরকার সংশ্লিষ্টদের দুর্নীতি ইসু্যতে প্রতিবাদ কর্মসূচিতে যাবে বিএনপি। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রতিবাদমূলক কী কী কর্মসূচি নেওয়া যেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

জানা গেছে, বৈঠকে বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিস্তার নিয়ে নেতারা আলোচনা করেছেন। কেউ কেউ বৈঠকে ঈদের পর ঢাকায় দুর্নীতিবিরোধী সমাবেশ করার প্রস্তাব দিয়েছেন। তবে এর আগে এ বিষয়ে দলটি একটি লিফলেট প্রকাশ করবে। যা সারাদেশে সাংগঠনিক কর্মসূচি হিসেবে বিতরণ করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে আগে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় আলোচনার প্রেক্ষিতে বিএনপির একটি কমিটি ইতোমধ্যে সরকারের বিভিন্ন সেক্টরের দুর্নীতির তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শুরু করেছে। এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ব্যক্তি নয়, আর্থিক সেক্টরসহ অন্য গুরুত্বপূর্ণ সেক্টরের দুর্নীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ শেষ হলে এ বিষয়ে দলটি একটি বিস্তারিত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে পারে। প্রতিবেদনে দুর্নীতিসহ দেশের বর্তমান সংকট যেমন তুলে ধরা হবে, তেমনি সেখান থেকে বের হওয়ার উপায় নিয়েও কিছু সুপারিশ থাকবে।

দলীয় সূত্র আরও জানায়, বৈঠকে দল পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে সাংগঠনিক ইউনিটগুলো পুনর্গঠনের বিষয়ে নেতারা একমত

হয়েছেন। এর ধারাবাহিকতায় জাতীয় কাউন্সিলও করা প্রয়োজন বলে বৈঠকে মতামত এসেছে।

জানা গেছে, তৃণমূল সংগঠনকে চাঙ্গা রাখতে ইতোমধ্যে বিএনপির হাইকমান্ডের নির্দেশনায় সারাদেশে সাংগঠনিক সফর শুরু করেছে দলটির তিনটি অঙ্গসংগঠন। বৈঠকে সে বিষয়ে অবহিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে