আফগানিস্তানের কাছে ধরাশায়ী উগান্ডা

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টি২০ বিশ্বকাপে মঙ্গলবার উদ্বোধনী জুটিতেই ১৫৪ রান সংগ্রহ করেন দুই আফগান ওপেনার রহমানুলস্নাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি বিশ্বকাপে এখন পর্যন্ত আফগানদের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি -ওয়েবসাইট
ম্যাচের ফলটা অনুমেয়ই ছিল। যেই আফগানিস্তানের সামনে বাঘা বাঘা দলগুলো ধরা খেয়ে যায়, তাদের সামনে উগান্ডা আর কি-ই বা লড়াই করতে পারবে! উগান্ডার বিপক্ষে বিশাল জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করল আফগানিস্তান। মঙ্গলবার গায়ানায় উগান্ডার বিপক্ষে ১২৫ রানে জয় পেয়েছে রশিদ খানের দল। টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পূর্ব আফ্রিকার দল উগান্ডা। আফগানিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকী। ম্যাচসেরাও হয়েছেন বাঁহাতি এই পেসার। উগান্ডার বিপক্ষে উদ্বোধনী জুটিতেই ১৫৪ রান সংগ্রহ করেন দুই আফগান ওপেনার রহমানুলস্নাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই জুটি বিশ্বকাপে এখন পর্যন্ত আফগানদের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। সবমিলিয়ে টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। উগান্ডাকে হারিয়ে যাত্রা শুরু করা আফগানিস্তান আগামী বৃহস্পতিবার উগান্ডা খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ৮ জুন আফগানিস্তান তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। ফজলহক ফারুকীর প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় ওভারেও উইকেট হারায় উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত মাত্র ৫৮ রানে থামে উগান্ডার ইনিংস। উগান্ডার হয়ে মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। তাতে ১২৫ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। আফগানদের হয়ে ফারুকী ৪ ওভার বোলিং করে ৯ রানে ৫ উইকেট নেন। এছাড়াও নবীন-উল-হক ২ ওভারে ৪ রানে দুটি এবং অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ১২ রানে ২টি উইকেট পেয়েছেন। বাকি উইকেটটি পেয়েছেন মুজিব উর রহমান। এর আগে দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান এবং রহমানুলস্নাহ গুরবাজের ব্যাটিং তান্ডবে উগান্ডার বিপক্ষে বিশাল সংগ্রহ পায় রশিদ খানের দল। আফগানিস্তানের ওপেনিং জুটি থেকে আসে ১৫৪ রান। গুরবাজ ৪৫ বলে ৪ চার এবং সমানসংখ্যক ছক্কার মারে ৭৬ রানের ইনিংস খেলেন। অপরদিকে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪৬ বলে ৭০ রান। এই জুটি ভাঙার পরই রানের চাকা ধীরগতির হয়ে যায়। উগান্ডার নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই ওপেনার ছাড়া কোনো ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকাতে পারেননি। এদিকে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে টি২০ বিশ্বকাপে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে উগান্ডা। বিশ্বকাপে চতুর্থ দলীয় সর্বনিম্ন রান এটি। বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ডটি অবশ্য নেদারল্যান্ডসের দখলে। ২০১৪ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে মাত্র ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান: ২০ ওভারে ১৮৩/৫ (গুরবাজ ৭৬, ইব্রাহিম ৭০, নাজিবউলস্নাহ ২, নবি ১৪*, গুলবাদিন ৪, ওমারজাই ৫, রাশিদ ২*; রামজানি ১/৩৩, কিয়ুটা ২/২৫, নাকরানি ০/৩৭, বিলাল ০/৩৪, সেনিয়োন্ডো ০/১৯, রিয়াজাত ০/১১, মাসাবা ২/২১)। উগান্ডা: ১৬ ওভারে ৫৮ (রোনাক ৪, সেসাজি ৪, মুকাসা ০, রিয়াজাত ১১, নাকরানি ০, রামজানি ০, ওবুয়া ১৪, মাসাবা ০, বিলাল ৮, কিয়ুটা ২*, সেনিয়োন্ডো ০; ফারুকি ৫/৯, মুজিব ১/১৬, নাভিন ২/৪, ওমারজাই ০/৭, রশিদ ২/১২, নাবি ০/৮)। ফল: আফগানিস্তান ১২৫ রানে জয়ী ম্যাচসেরা: ফজলহক ফারুকি