শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
লোকসভা নির্বাচন

পশ্চিম বাংলায় মমতার জয়জয়কার

যাযাদি ডেস্ক
  ০৫ জুন ২০২৪, ০০:০০
পশ্চিম বাংলায় মমতার জয়জয়কার

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপের ফল উল্টে পশ্চিম বাংলায় কর্তৃত্ব ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। চূড়ান্ত ফলাফল ঘোষণার প্রথম দিন মঙ্গলবার রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলার ৪২টি আসনের মধ্যে ১৪টির চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। সবকয়টি আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এছাড়া মমতার নেতৃত্বধীন তৃণমূল এগিয়ে আছে ২৪টি আসন। অন্যদিকে বিজেপি ১২ এবং কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে।

এবারের নির্বাচনের পরপরই বুথ ফেরত জরিপে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতে পারে এমন আভাস দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে কেন্দ্রফেরত জরিপের জয়-পরাজয়ের আভাস আমলে না নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'এগুলোর কোনো গুরুত্ব নেই।' দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ ফলাফলে মমতার কথাই সত্য বলে প্রমাণিত হচ্ছে।

এদিকে অধিকাংশ জরিপে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে এবার মমতার তৃণমূল কংগ্রেসের চেয়ে নরেন্দ্র মোদির বিজেপির বেশি আসন জয়ের আভাস এসেছে। এ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন রাজ্যটির বিজেপির নেতাকর্মীরা। এমন কি মমতার জনপ্রিয়তা কমার 'প্রমাণ' হিসেবেও কেউ কেউ দেখেছেন বিষয়টিকে।

কিন্তু মঙ্গলবার ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এ রাজ্যের ৪২টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে থাকা তৃণমূল এগিয়ে আছে ২৯টি আসনে। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে আছে ১২টি আসনে।

দেশব্যাপী নির্বাচনের ফলাফলেও একই রকম চিত্র দেখা গেছে। কেন্দ্রফেরত জরিপে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ১৪০ থেকে ১৫০টি আসনে পেতে পারে এমন আভাস দেওয়া হলেও তারা এখন ২২৯টি আসনে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত ১৬৮ আসনের ফলে বিজেপি ৯৩ আসন এবং রাহুল গান্ধীর দল কংগ্রেস ৩৮ আসনে জয় পেয়েছে আর এগিয়ে রয়েছে আরও ৯৪টি আসনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে