দুর্গাপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যানের মৃতু্য

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোলস্না আব্দুল ওয়াহেদ (১১৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিলস্নাহি....রাজিউন)। এরশাদ সরকারের আমলে উপজেলা পরিষদ গঠন হওয়ার পর তিনিই দুর্গাপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে রোববার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন থেকে নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মোলস্না আব্দুল ওয়াহেদ ১৯৮৫ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরের ২৫ মে দায়িত্বভার নিয়ে ১৯৯০ সালের ২৪ মে পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদেও ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পরে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।