শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

মুক্তিযুদ্ধের সংগঠক এমএ সোবাহানের মৃতু্যবার্ষিকী আজ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৩ জুন ২০২৪, ০০:০০
মুক্তিযুদ্ধের সংগঠক এমএ সোবাহানের মৃতু্যবার্ষিকী আজ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতী সন্তান ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, উপজেলা আ'লীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ডা. এমএ সোবাহানের ১৩তম মৃতু্যবার্ষিকী আজ।

মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, মৃতু্যবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, দোয়া, মিলাদ মাহফিল ও মরহুমের কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।

উলেস্নখ্য, বালক বয়সেই ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগদানের মাধ্যমে ডা. এমএ সোবাহানের রাজনীতিতে হাতেখড়ি। পরে ভাষা আন্দোলন, আইয়ুববিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, '৭৫ পরবর্তী স্থানীয় আওয়ামী লীগকে সুসংগঠিত করে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি অসংখ্যবার কারাভোগ করেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রলীগের উত্তর ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১১ সালের ৩ জুন ৮৭ বছর বয়সে তিনি মৃতু্যবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে