শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

চট্টগ্রাম নগরীর ৭৫ স্পটে জলাবদ্ধতা ওয়াসার পাইপে

চট্টগ্রাম অফিস
  ২৯ মে ২০২৪, ০০:০০
চট্টগ্রাম নগরীর ৭৫ স্পটে জলাবদ্ধতা ওয়াসার পাইপে

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার কারণ হিসেবে ৭৫ স্পটে পানি নিষ্কাশনের বাধা ওয়াসার পাইপলাইনকে চিহ্নিত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

সোমবার নগরজুড়ে জলজটের সময়েই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুলস্নাহর হাতে ওই ৭৫ স্পটের তালিকাটি হস্তান্তর করেন সিডিএ'র নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, 'সামান্য বৃষ্টিতে নগরে পানি জমে যাওয়ার কারণ সরেজমিন অনুসন্ধান করতে সিডিএর প্রকৌশল টিম বাধা হিসেবে বিভিন্ন খাল, নর্দমা ও নালার ৭৫টি স্পটে ওয়াসার পাইপ চিহ্নিত করেছে। এসব পাইপের সঙ্গে পলি-বর্জ্য জমে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হয়। বৃষ্টির সময় সেখানে পানি জমে গেলেও আশপাশের খালে পানি থাকে না। পানি সরবরাহের এসব পাইপ অপসারণ করলে জলাবদ্ধতা থেকে নগরবাসী অনেকাংশে রক্ষা পাবে।'

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুলস্নাহ বলেন, 'জরুরিভিত্তিতে এসব পাইপলাইন অপসারণ করা হবে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে ওয়াসা সব সংস্থার সঙ্গে সমন্বয় করে একযোগে কাজ চালিয়ে যাবে।'

এদিকে একই দিনে জলাবদ্ধতা নিরসনে সিডিএর চলমান প্রকল্প পরিদর্শন করেছেন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সোমবার বিকালে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ও স্স্নুইস গেট, কালুরঘাট থেকে শাহ আমানত সেতু সড়ক ও স্স্নুইস গেট প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ প্রকল্পের প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। যাতে নগরবাসী প্রকল্পের কাঙ্ক্ষিত সুবিধায় দুর্ভোগ থেকে মুক্তি পায়। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ ও প্রকৌশলী নিয়াজ মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে