শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ডেঙ্গুতে হাসপাতালে আরও ১২ জন

যাযাদি রিপোর্ট
  ২৫ মে ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে হাসপাতালে আরও ১২ জন

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃতু্য হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা-উত্তর সিটি করপোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট দুই হাজার ৫৭১ জন ছাড়পত্র পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে