শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

'বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই'

ঝিনাইদহ প্রতিনিধি
  ২৫ মে ২০২৪, ০০:০০
'বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই'

'আমার বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই। বাবা কতটা কষ্ট পেয়েছে, তা তাকে দেখে বুঝতে চাই। একজন মানুষ মানুষকে এমনভাবে কী করে মারতে পারে। এভাবে আমার বাবাকে কেটে কেটে টুকরা করা হয়েছে, আমি জীবনেও ভুলতে পারব না।'

ঝিনাইদহের কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনারের বাড়ির সামনে শুক্রবার দুপুরে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ডরিন জানান, 'প্রধানমন্ত্রী তার বাবা হত্যার বিচার করেছেন, তাহলে আমার বাবা হত্যারও বিচার অবশ্যই তিনি করবেন। সে আরও জানান বাবা জীবিত থাকতে বুঝি নাই বাবা কতটা জনপ্রিয় ছিল। বাবা হত্যার বিচার চাইতে গিয়ে দেখিছি বাবাকে মানুষ কতটা ভালোবাসে। যেখানে গিয়েছি সবার ভালোবাসা পেয়েছি, সেটা একমাত্র বাবার কারণে।'

ঢাকা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে বাসায় ফেরেন ডরিন। শুক্রবার সকালে নিজ বাসভবনের নিচে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে কান্নাভেজা কণ্ঠে ডরিন জানান, 'সুযোগ পেলে অবশ্যই রাজনীতি করব, তবে সেটা নিয়ে এখন ভাবছি না। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন বাবা হত্যার বিচার তিনি করবেন। তিনি আমার পাশে থেকে সব সহযোগিতা দিয়ে যাচ্ছেন, তিনি এখন আমার একমাত্র অভিভাবক।'

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে একটি অ্যাপার্টমেন্টে খুন হন। ভারত যাওয়ার ১০ দিন পর বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার হোটেল সঞ্জিভা গার্ডেনে একটি ভাড়া ফ্ল্যাটে খুন করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। এর আগে ১২ মে রোববার দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান।

আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে