রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে বড়থলি ইউপি চেয়ারম্যান আহত

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন চেয়ারম্যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার বড়তলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায় চেয়ারম্যান আতোমং মারমা তার চাচার বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে হাওয়া খেতে উঠানে ঘুরছিলেন। এ সময় আতোমং মারমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে তিনি পায়ে ও হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সেনা ক্যাম্পে সেখান থেকে মধ্যরাতে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। বিলাইছড়ি থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, 'বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে প্রথমে রুমা স্বাস্থ্য কমপেস্নক্সে পরে বান্দরবান জেলা সদর হাসপাতালে সেখান থেকে বুধবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।'