শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বিলুপ্ত ছিটমহল পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৩ মে ২০২৪, ০০:০০
বিলুপ্ত ছিটমহল পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়া পরিদর্শন করেছেন।

বুধবার দুপুরে তিনি বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কালিরহাট সফরে আসেন। এ সময় তার সহধর্মিণীও সঙ্গে ছিলেন।

এদিন দুপুরে স্থল পথে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দাসিয়া ছড়ায় পৌঁছলে কুড়িগ্রাম জেলা প্রশাসন, ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম বার কাউন্সিলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। পরে তিনি কালিরহাট রিসোর্স সেন্টারে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, 'আমি এর আগে বিলুপ্ত ছিটমহল দাসিয়া ছড়ায় কখনো আসিনি। এই প্রথম আসলাম।'

এ সময় তিনি দেশের বৃহত্তম বিলুপ্ত ছিটমহলের আদি ইতিহাস সম্পর্কে সাধারণ জনগণ ও জেলা প্রশাসকের কাছে বিভিন্ন প্রশ্ন করেন এবং পূর্বে ছিটমহলে বসবাসকারী মানুষের জীবনমান সম্পর্কে অবগত হন।

সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরেফিন, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম, বার কাউন্সিলের সভাপতি খোরশেদ আলম, সাবেক সভাপতি মুসা মিঞা, দায়রা জজ আলমগীর হোসেন, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ফুলবাড়ী থানার ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব, ফুলবাড়ী প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে