গাজীপুরে 'লক্ষ্যভ্রষ্ট' গুলিতে নিহত কলেজছাত্র

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
পূর্ব বিরোধের জেরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একজনকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যচু্যত হয়ে কলেজছাত্রের শরীরে বিদ্ধ হয়ে তার মৃতু্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান। নিহত ২২ বছর বয়সি ফরিদ আহমেদ উপজেলার উজিলাব গ্রামের মো. মোস্তফার ছেলে। তিনি শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে ওসি বলেন, 'টেপিরবাড়ী গ্রামের মাটির মসজিদ এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সি শাকিবের সঙ্গে তার আপন চাচাতো ভাই একই গ্রামের মুনসুর আলী ইমরানের পূর্ব শত্রম্নতা ছিল। এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ইমরানের ওপর হামলা করে শাকিব। এক পর্যায়ে শাকিব ইমরানকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। এ সময় মাহফুজ (১৯) ও আরেক কিশোর তার সঙ্গে ছিল। গুলি ইমরানের গায়ে না লেগে পাশে থাকা ফরিদ আহমেদের বাম কাঁধের নিচে ও বাম চোখের পাশে লাগে।' ফরিদের বন্ধু সুমন মিয়া বলেন, 'বন্ধুদের সঙ্গে ফরিদ ওই এলাকায় গিয়েছিল। গুলিতে আহত হওয়ার পর এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোঘণা করেন।' শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজরিনা আফরিন বলেছেন, ফরিদ নামের এক যুবককে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল। তিনি আরও বলেন, তার বাম কাঁধের নিচে এবং বাম চোখের পাশে দু'টি ক্ষত চিহ্ন রয়েছে। তবে ক্ষত দু'টি গুলির কী-না তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।' এদিকে ঘটনার পরপরই পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করেছে বলে ওসি আকবর আলী খান জানান। তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।