শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

কারা আমাকে এতিম করেছে দেখতে চাই

আনার কন্যা মুমতারিন
যাযাদি রিপোর্ট
  ২৩ মে ২০২৪, ০০:০০
বুধবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন -সংগৃহীত

চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস (ডরিন) বাবার হত্যাকারীদের বিচার চেয়ে বলেছেন, কারা তাকে এতিম করেছে, তাদের তিনি দেখতে চান।

বুধবার দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে তদন্তের অগ্রগতি নিয়ে হারুন-অর-রশীদের সঙ্গে কথা বলেন মুমতারিন ফেরদৌস। এরপর সাংবাদিকদের তিনি বলেন, 'আমি যেন আমার বাবা হত্যার বিচার পাই। কারা এটা করেছে, কেন করেছে,

এর সুষ্ঠু তদন্ত চাই। আমি এর শেষ দেখতে চাই যে, তারা কেন করেছে ? আমি দেখতে চাই, আমি বিচার চাই।'

তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনৈতিক কারণে একটা বড় সময় তাকে আত্মগোপনে থাকতে হয়েছে বলে জানান মেয়ে মুমতারিন ফেরদৌস। তিনি বলেন, 'একটা সময় ১৪টি বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলায় লুকিয়ে ছিলেন। তখন আমি ছোট। তখন আমার বাবাকে কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, তখন আমার বাবাকে কাছে পেয়েছি। এখন আমি বাবাকে হারিয়ে ফেললাম।'

বাবার হত্যাকারী হিসেবে কাউকে সন্দেহ করেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুমতারিন বলেন, 'আমি চিনি না। কিন্তু আমি চিনতে চাই। ডিবিপ্রধানকে বলতে চাই, আপনি চিহ্নিত করেন।'

আনোয়ারুল আজিম ভারতে যাওয়ার আগে শেষবার তার সঙ্গে কথা হয়েছে বলে জানান মুমতারিন ফেরদৌস। সেই কথোপকথনের উলেস্নখ করে তিনি বলেন, 'সে বলে, 'আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি, দুই দিনের মধ্যে চলে আসব। তোমার দাঁতের ডাক্তার দেখানোর কথা, দুই দাঁতে সমস্যা। তোমাকে আমি নিয়ে যাব, তুমি যেয়ো না। তোমার ডাক্তার ফোন করলে বলবে, আব্বু ইন্ডিয়া থেকে এসে নিয়ে যাবে। তুমি থাকো। আমি আসি। এ কথা বলে গেছে আমাকে। এরপর আমার সঙ্গে আর কোনো কথা হয়নি।'

নিজের পড়াশোনা এখনো শেষ হয়নি জানিয়ে মুমতারিন ফেরদৌস বলেন, 'বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে (ঢাকা) পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি। সামনে রেজাল্ট দেবে। সে বলে গেছে, 'আমি ভারত থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট চেক করব।'

কিন্তু বাবা তার কথা রাখতে পারলেন না উলেস্নখ করে তিনি বলেন, 'আমি এতিম হয়ে গেছি। যার বাপ থাকে না, তার কেউ থাকে না। তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয়, আপন মানুষ যেই থাকুক, বাবা বাবাই। বাবার মতো কেউ হয় না।'

এ ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদেরও গ্রেপ্তার করার দাবি জানিয়ে মুমতারিন ফেরদৌস বলেন, 'আসামি কিছু ধরা হয়েছে। আরও কিছু ধরার প্রক্রিয়া চলছে। আমি তাদের ধরতে বলেছি। তাদের ধরুক। তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে