রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র সিলেটের শিরিন

সিলেট অফিস
  ২১ মে ২০২৪, ০০:০০
যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র সিলেটের শিরিন

যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত শিরিন আক্তার। রোববার তিনি শপথ নেন।

শিরিন আক্তার বাংলাদেশি হিসেবে প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার ডেপুটি মেয়র হলেন।

তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উলস্ন্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন শিরিন আক্তারের চাচা শাহ বাবুল উলস্ন্যাহ।

এর আগে, ২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 'চেস্টার সিটির আপটন' এলাকা থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি।

লন্ডনের একটি সূত্র জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত শিরিন আক্তারের জন্ম যুক্তরাজ্যে হলেও ছোট বেলায় তিনি বিশ্বনাথের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর লেখাপড়া করেন। পরে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে মাস্টার্স সম্পন্ন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে