মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

বরেণ্য লেখক হোসেনউদ্দীন হোসেন আর নেই

স্টাফ রিপোর্টার, যশোর
  ২১ মে ২০২৪, ০০:০০
বরেণ্য লেখক হোসেনউদ্দীন হোসেন আর নেই

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন আর নেই। গুরুতর অসুস্থ হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তিনি মারা গেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

হোসেনউদ্দীন হোসেনের ছোট মেয়ে শাহানাজ রাহানা রত্না জানান, ২০১৯ সালে বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরবর্তী সময়ে গল বস্নাডারে পাথর ধরা পড়ে। এছাড়াও তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে গত মঙ্গলবার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। এ দিন তাকে যশোর শহরের কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়া সিএমইচে স্থানান্তর করা হয়। সিটিস্ক্যান রিপোর্টে ব্রেইন হ্যামারেজ ধরা পড়ে। গত বৃহস্পতিবার তার অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হোসেনউদ্দীন হোসেন ১৯৪১ সালের ২৮ ফেব্রম্নয়ারি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তার উলেস্নখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে, নষ্ট মানুষ, অমৃত বৈদেশিক, সাধুহাটির লোকজন, ইঁদুর ও মানুষেরা ইত্যাদি।

তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে