স্নাতকের ফলাফলে সেই অবন্তিকা তৃতীয়

প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ফাইরুজ সাদাফ অবন্তিকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চতুর্দশ ব্যাচের স্নাতকের চূড়ান্ত ফলাফলে সিজিপিএ ৩.৬৫ পেয়ে তৃতীয় হয়েছেন ফাইরুজ সাদাফ অবন্তিকা, যিনি দুই মাস আগে আত্মহত্যা করেছেন। আইন বিভাগের নোটিশ বোর্ডে রোববার সাঁটানো হয়েছে এলএলবি প্রোগ্রামের অষ্টম সেমিস্টারের ফল। অন্য সহপাঠীদের সঙ্গে অবন্তিকার বিভিন্ন কোর্সের ফল রয়েছে সেখানে। অবন্তিকা তার আত্মহত্যায় যে সহপাঠীকে দায়ী করেছেন, সেই রায়হান সিদ্দিকী আম্মান স্নাতকে পেয়েছেন ৩.০৯। ফলাফলে দেখা যায়, অষ্টম সেমিস্টারে ৪ সিজিপিএ-এর মধ্যে ৩.৭৩ পেয়েছেন অবন্তিকা। লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে পেয়েছেন জিপিএ ৪, মৌখিক পরীক্ষায় পেয়েছেন ৪, স্পেশাল পেনাল ল কোর্সে পেয়েছেন ৩.৭৫, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫, \হল অব ক্রিমিনাল প্রোসিডিউরে ৩.৫০ এবং কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে পেয়েছেন ৩.৫০। বিভাগের অষ্টম সেমিস্টারের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক সরকার আলী আক্কাস বলেন, 'অবন্তিকা ক্লাসের মেধাবী শিক্ষার্থী ছিল। সে রেগুলার ক্লাসে উপস্থিত থাকত। প্রতি সেমিস্টারের মতো অষ্টম সেমিস্টারেও সে সাফল্যের সাথে তৃতীয় হয়েছে।' কুমিলস্না নগরীর বাগিচাগাঁও ফায়ার সার্ভিস সংলগ্ন বাসায় গত ১৫ মার্চ রাত ১০টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা। তার আগে ফেসবুক পোস্টে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন। এ ঘটনায় ১৬ মার্চ রাতে কুমিলস্না কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অবন্তিকার মা তাহমিনা বেগম শবনম, দ্বীন ইসলাম ও আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তারের পর আম্মান কারাগারে আছেন আর জামিনে মুক্তি পেয়েছেন দ্বীন ইসলাম।