মিঞা ফজলুল রহমান

প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
বিশিষ্ট শিক্ষাবিদ পলাশ উপজেলার ঘোড়াশালের ঐতিহ্যবাহী মিঞা পরিবারের পন্ডিত মিঞা ফজলুল রহমানের ৯৬তম মৃতু্যবার্ষিকী আজ ২০ মে সোমবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার ছোট নাতি ইসরাত রহমান মরহুমের নিজ বাড়ি ও মসজিদে ঘোড়াশালে ে দোয়ার আয়োজন করেছে। পন্ডিত মিঞা ফজলুল রহমান দেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও সমাজসেবক ছিলেন। ১৮৮৬ সালে তিনি ঘোড়াশাল হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গিরিশ চন্দ্র সেনের বঙ্গানুবাদকৃত কোরআন শরিফের পান্ডিত্যপূর্ণ সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। জাতি শ্রদ্ধাভরে তার নাম স্মরণ করবে।