মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ভারতে গিয়ে এমপি আনার নিখোঁজ, ডিবিকে জানাল পরিবার

তারেক মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ০০:০০
আনোয়ারুল আজিম আনার

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ রয়েছেন। পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে, পরিবারের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানানো হয়েছে, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন। এ নিয়ে স্বজনেরা উদ্বিগ্ন। ইতোমধ্যে কয়েকজন রাজনৈতিক সহকর্মী ভারতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, ১২ মে রোববার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। এরপর প্রথমে তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার অন্তর্গত মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস

নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন ১৩ মে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। ১৫ মে কলকাতার বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাসের হোয়াটস অ্যাপে মেসেজ করে জানান তিনি দিলিস্ন যাচ্ছেন। ১৬ মে এমপির ব্যক্তিগত গাড়িচালক তরিকুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনেও একটি মেসেজ পাঠিয়ে জানান দিলিস্ন যাওয়ার কথা। এর পর থেকে আনোয়ারুল আজিম আনারের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এমপি আনোয়ারুল আজিম আনারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৮ মে থানায় একটি মিসিং ডায়েরি করেন এমপির পরিচিত কলকাতার বরাহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এ ছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের

পুলিশকে জানানো হয়েছে। এখন সে দেশের পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে নিশ্চিত করেছেন ভারতে থাকা যায়যায়দিনের ঝিনাইদহ প্রতিনিধির এক সহকর্মী। এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজের বিষয়টি নিয়ে কাজ করছেন দু'দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসন।

এদিকে বাবার খোঁজে রোববার বিকালে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজধানীর মিন্টো রোডে অবস্থিত মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার রাজনৈতিক সহকর্মীরা।

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ দশ বছর হলো তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন। সংসদ সদস্য হিসেবে বিভিন্ন সেবামূলক কাজের জন্য তার বেশ সুনাম রয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে দেখা করে সমস্যা শোনেন ও সমাধান করেন। তিনি চলাচলের সময় কোনো পুলিশ প্রটোকল ব্যবহার না করে একা একা চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সব থেকে আলোচিত বিষয় তার নির্বাচনী এলাকায় যেকোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে যান এবং শোকার্ত পরিবারকে সান্তত্ম্বনা দেন। এমনও হয়েছে তিনি একদিনে ১০ জন মৃতু্য ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন। এ পর্যন্ত তিনি পাঁচ সহাস্রাধিক মৃত ব্যক্তির দোয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যা দেশের একজন জনপ্রতিনিধি হিসেবে বিরল।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু সংবাদমাধ্যমকে বলেন, 'আমি এ বিষয়ে কিছুই শুনিনি। তবে যদি ঘটনা সত্য হয়, তা খুবই উদ্বেগের ও দুঃখজনক ব্যাপার। দল ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।'

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সংবাদমাধ্যমকে বলেন, 'বিষয়টি তার (এমপি) পরিবার আজকেই আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।'

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, 'বিষয়টি লোকমুখে শুনেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।'

কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার জানান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন। আমাদের বিশ্বাস তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি যেভাবে মানুষকে সেবা করেন, বিপদে-আপদে সবার পাশে দাঁড়ান। কেউ মারা গেলে তার বাড়িতে গিয়ে দোয়া করেন। তার জন্য মানুষের দোয়া রয়েছে। তিনি ফিরে আসবেন বলে আশা করছেন চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে