মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার আছড়ে পড়েছে খোঁজ মেলেনি রাইসির

যাযাদি ডেস্ক
  ২০ মে ২০২৪, ০০:০০
ইব্রাহিম রাইসি

ইরানের পূর্ব আজারাবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদুলস্নাহিয়ানকে বহনকারী একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়েছে। দেশটির কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। রোববারের এই দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গুজব ছড়িয়ে পড়ে। অনেকে জানান, আছড়ে পড়া হেলিকপ্টারটিতে রাইসি ছিলেন না। আবার অনেকে দাবি করেন, প্রেসিডেন্টের হেলিকপ্টার থেকে হেডকোয়ার্টারে যোগাযোগ করা হয়েছে। তবে ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টারে না থাকা এবং হেলিকপ্টার থেকে যোগাযোগ করার যে তথ্য ছড়ানো হয়েছে, সেগুলোর কোনোটিই সত্যি নয় বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা

তবে যেটি সত্য সেটি হলো- রাইসি এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে পেতে অভিযান শুরু হয়েছে। অর্থাৎ উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কিনা তার কোনো খবর পাওয়া যায়নি।

হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের একটি ঘন বন ও পাহাড়ি এলাকায় আছড়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের রাজধানী তেহরান থেকে ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আজারবাইজানের সীমান্ত সংলগ্ন জোলফা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ওই জায়গাটি একটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানে উদ্ধারকারীদের পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। আর খারাপ

আবহাওয়ার কারণে উদ্ধার চেষ্টা ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় টিভির খবরে। দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং কুয়াশা রয়েছে বলে খবর পাওয়া গেছে। এমন আবহাওয়ার কারণেই হেলিকপ্টার জরুরি অবতরণ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কেউ স্পষ্টভাবে কোনো তথ্য জানাচ্ছেন না।

প্রেসিডেন্ট রাইসি শনিবার আজারবাইজানে গিয়েছিলেন। সেখানে আজারি প্রেসিডেন্টের সঙ্গে রোববার আরাস নদীর ওপর নির্মিত একটি বাঁধের উদ্বোধন করেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল। যার মধ্যে দুটি নিরাপদে ফিরে এসেছে।

যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদুলস্নাহিয়ান এবং আয়াতুলস্নাহ মোহাম্মদ আলি আলি-হাসেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন।

জ্বালানিমন্ত্রী আলি আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাস অন্য দুটি হেলিকপ্টারে ছিলেন। যেগুলো নিরাপদে ফিরে এসেছে।

উলেস্নখ্য, ৬৩ বছর বয়স্ক রাইসি দ্বিতীয়বারের চেষ্টায় ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে