'এক তরফা পানি আগ্রাসন দেশকে মরুভূমি বানাচ্ছে'

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, একতরফা ভারতীয় পানি আগ্রাসনের কারণে ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আসাদগেট জিইউপি মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা আয়োজিত 'ফারাক্কা বাঁধ ভেঙে দাও' ধুঁকছে স্বদেশ- কাঁদছে কৃষক এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোনপথে শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, বিশ্বের মানচিত্র ঘিরে বাংলাদেশ ছিল একটি নদীমাতৃক দেশ। উজান ভাটির এ দেশে চারদিক মুখর ছিল সবুজ শ্যামল ও প্রাকৃতিক সৌন্দর্যে। আজ আফসোস হয় ভারতীয় পানি আগ্রাসন আমার দেশের প্রাকৃতির তাজা প্রাণ হত্যার চেষ্টা করছে। শুধু তাই নয়! দেশের উত্তরাঞ্চলে প্রমত্তা পদ্মা আজ একটি খালে পরিণত হয়েছে। পানির অভাবে কৃষক হারাচ্ছে তার উৎপাদিত ফসলি জমি এবং প্রাকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য। পানির অভাবে জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, খুব দ্রম্নত বাংলাদেশ-ভারতের পানির ন্যায্য হিস্যার সমাধান না হলে বাংলাদেশে খাদ্য উৎপাদন কমে যাবে। তাপদাহ বৃদ্ধি পাবে। অঞ্চল কেন্দ্রিক নাগরিক জীবনে দুর্বিষহ নেমে আসবে। বিভিন্ন রোগাক্রান্ত হবে লাখ লাখ মানুষ ও গবাদি পশু-পাখি। এমন পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশকে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সাহায্য নিতে হবে। এ সময় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুব জাগপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, যুব জাগপার যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী।