শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ

আরও ৫১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

যাযাদি রিপোর্ট
  ১৬ মে ২০২৪, ০০:০০
আরও ৫১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে চলমান উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে অংশ নেওয়ায় ৫১ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদের মধ্যে চেয়ারম্যান পদে আছেন ১৭, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ২৫ এবং ভাইস চেয়ারম্যান (নারী) ৯ জন। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো দলের সর্বশেষ সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমকে জানান, সর্বশেষ যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাদের তিন-চারজন ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন।

তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করায় ৮০ নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপে বহিষ্কার করা হয় ৬১ জনকে। এখন তৃতীয় ধাপে ৫১ জনকে বহিষ্কার করা হলো।

প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় বিএনপির ২৮ নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে জয়ী হন ৭ জন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, দল থেকে বহিষ্কার করার মতো কঠোর অবস্থান নেওয়ার কারণে উপজেলা নির্বাচনের পরের ধাপগুলোতে বিএনপির নেতাদের প্রার্থী হওয়ার সংখ্যা কমে এসেছে বলে তারা মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে