খুলনা-রাজশাহী-রংপুর অঞ্চলে তাপপ্রবাহ বাড়ার আশঙ্কা

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বৃষ্টিপ্রবণতা কমে ফের সারা দেশে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, এ সময়ে অতিতীব্র তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও মাঝারি ও মৃদু তাপমাত্রা বয়ে যেতে পারে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে। পাশাপাশি আগামী ১৯ মে বৃষ্টি শুরু হয়ে কয়েক দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে। এরপর মাসের বাকি সময় বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ও বৃষ্টি- দুই ধরনের প্রবণতা দেখা দিতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদীতে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর আকাশ রোদের \হদখলে থাকলেও বিকালে মেঘের আনাগোনা শুরু হয়। আগের দিনের চেয়ে বেশি অনুভূত হয় ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে আবার তাপপ্রবাহ ফিরতে শুরু করেছে। তবে এপ্রিলের মতো এত তীব্র তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা নেই। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, 'আগামী সপ্তাহে আরেক দফা টানা বৃষ্টি শুরু হতে পারে। মূলত ১৯ মে বৃষ্টি শুরু হয়ে তা কয়েক দিন স্থায়ী হতে পারে। তখন তাপমাত্রা কমে কিছুটা স্বস্তি ফিরতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলতে পারে।' আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ভারতের মধ্যপ্রদেশের ওপর অবস্থান করা তাপপ্রবাহের তীব্রতা বাংলাদেশের খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর উঠে আসতে পারে। ফলে আজ থেকে ২০ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘমুক্ত ও বায়ুর উচ্চচাপ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এতে মৃদু ও মাঝারি মানের তাপপ্রবাহ অনুভূত হতে পারে। অর্থাৎ দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই তাপপ্রবাহের ফলে সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বজ্রসহ বৃষ্টিপাতের আধিক্য দেখা দিতে পারে।