শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

ইবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

ইবি প্রতিনিধি
  ১২ মে ২০২৪, ০০:০০
ইবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজস্ব পদ্ধতিতে 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২০টি আসনের বিপরীতে আবেদনকারী ১৯০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১৭৭৪ জন অংশ নেন। এর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৩ শতাংশ। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আররি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট ৪টি বিভাগের সমন্বয়ে 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষা চলাকালে ইবি উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আবদুস সালাম কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে