সীমান্তে হত্যাকান্ড বন্ধ করার দাবি বাসদের

প্রকাশ | ১১ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
অব্যাহত সীমান্ত হত্যায় ক্ষোভ প্রকাশ করে সীমান্ত হত্যা বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। ভারত কর্তৃক একের পর এক সীমান্ত হত্যায় ক্ষোভ এবং সরকারের কার্যকর পদক্ষেপ না নেওয়ার নিন্দা করেছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বজলুর রশীদ বলেন, নূ্যনতম আন্তর্জাতিক রীতিনীতি ও সৌজন্য রক্ষা না করে ভারত সরকার একের পর এক সীমান্ত হত্যা চালিয়ে যাচ্ছে। ভারত যেমন সৎ প্রতিবেশী ও বন্ধুসুলভ আচরণ করছে না, বাংলাদেশ সরকারও তেমনি জনগণকে হত্যার বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ করছে না। এ ধরনের হত্যা বন্ধ ও নিহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করে তিনি বলেন, বাংলাদেশ সরকারের ভারত-তোষণ নীতির কারণেই সীমান্ত হত্যায় যথাযথ প্রতিবাদ হচ্ছে না। গত ৭ মে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে দুজন যুবককে হত্যা করেছে। এর আগে ২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে, ২৫ মার্চ লালমনিরহাট ও ২৬ মার্চ নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলি করে তিন জনকে হত্যা করে।