শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

নতুন নকশায় টঙ্গী যাচ্ছে মেট্রোরেল

যাযাদি রিপোর্ট
  ১১ মে ২০২৪, ০০:০০
নতুন নকশায় টঙ্গী যাচ্ছে মেট্রোরেল

রাজধানীর সবচেয়ে দ্রম্নতগামী গণপরিবহণ ব্যবস্থা মেট্রোরেলের রুট সাভারের আশুলিয়া পর্যন্ত বর্ধিত হওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা থেকে সরে এসেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর বদলে টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেল লাইন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, 'সাভারের আশুলিয়া পর্যন্ত মেট্রোরেল যাওয়ার কথা। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন। এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে। এরই মধ্যে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাই চলছে। দ্রম্নতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।'

মেট্রোরেলের এমডি বলেন, 'পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেওয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি টঙ্গী রেলস্টেশন পর্যন্ত যুক্ত করা হবে।'

তিনি বলেন, 'মূলত টঙ্গী রেলস্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে ওই অঞ্চলের মানুষের সুবিধা বাড়বে। এরই মধ্যে ফিজিবিলিটি স্ট্যাডি শুরু হয়েছে। এ পথ চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রাপথ হবে ৪৮ মিনিটের।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে