বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ফের গরমের চোখ রাঙানি চলতে পারে মাসজুড়ে

যাযাদি ডেস্ক
  ১১ মে ২০২৪, ০০:০০
ফের গরমের চোখ রাঙানি চলতে পারে মাসজুড়ে

রেকর্ড টানা এক মাস ধরে তাপপ্রবাহ চলছে দেশে। একইসঙ্গে তাপমাত্রা রেকর্ড তালিকায় ২০২৪ সালের প্রতিটি মাস আগের বছরগুলোর একই মাসের তুলনায় গ্রহের সবচেয়ে উষ্ণতম হিসেবে রেকর্ড গড়েছে। মাসব্যাপী রেকর্ড তাপপ্রবাহ চলার পর দেশে বৃষ্টির যে স্বস্তি শুরু হয়েছিল, তা আর বেশিদিন থাকছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আর এ মাসের ১৫ তারিখ থেকে পুরো মাসজুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শুক্রবার আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, 'রোববার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। ১৫ তারিখ থেকে আরও বাড়বে। তখন রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় হয়ত বৃষ্টি থাকবে, কিন্তু অন্যান্য জায়গা থেকে কমে যাবে। ১৫ তারিখ থেকে পুরো মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে।'

চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৬ মে পর্যন্ত টানা ৩৭ দিন ধরে এই পরিস্থিতি বিরাজ করে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য মতে, ২০২৪ সালের এপ্রিল মাসটি আগের সব এপ্রিল মাসের রেকর্ড ভেঙে দিয়েছে। অর্থাৎ, এ বছরের এপ্রিলটি ইতিহাসে সবচেয়ে গরম ছিল।

গত বছরের জুন থেকেই প্রত্যেক মাসেই তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের এই সংস্থাটি বলেছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের গড় তাপমাত্রা ১ দশমিক ৬১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা প্রাক-শিল্প সময় থেকে রেকর্ড করা ১২ মাসে গড় তাপমাত্রার রেকর্ডের চেয়েও বেশি।

জলবায়ুর এই পরিবর্তনের প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গমন হওয়া গ্রিনহাউজ গ্যাসকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক মাসগুলোতে জলবায়ুর এল নিনোর ঘটনার প্রভাবেও বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে। জলবায়ুর এই ঘটনা পূর্ব প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের পানিকে অস্বাভাবিকভাবে উষ্ণ করে তোলে।

এই তাপপ্রবাহের মধ্যেই ২ মে থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। তখন বলা হয়েছিল, ২ মে থেকে শুরু হওয়া বৃষ্টি ধীরে ধীরে সারাদেশে বিস্তৃত হবে, আর ৭ মের পর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। ওই আভাসের পর থেকেই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা চলছে কয়েক দিন ধরে।

আবহাওয়া বিভাগের তথ্যমতে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তেঁতুলিয়ায় সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে। এছাড়া সিলেট, ফরিদপুর, দিনাজপুর, মোংলাসহ দেশের বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো দুর্বল হয়ে পড়ার পরও অস্বাভাবিক গরম অনুভব করেছেন বিশ্বের বেশির ভাগ মানুষ। মনুষ্যসৃষ্ট কারণেই বিশ্বের জলবায়ু এতটা উষ্ণ হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে