স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ০৮ মে ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
স্যালাইনের দাম না বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা খালি রাখা হবে। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেঙ্গুর প্রস্তুতি নিয়ে ইউএইচসি ফোরাম ও ব্র্যাক আয়োজিত এক পরামর্শক সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ডেঙ্গু নিয়ন্ত্রণে নিবিড় পর্যবেক্ষণ করতে হবে। খালি এখানে বক্তৃতা দিয়ে চলে গেলাম, তারপর ভুলে গেলাম, সেটা করলে চলবে না। আমাকে কাজ করতে হবে, কথা কম কাজ বেশি।' ঢাকার বাইরেও ডেঙ্গুর ভালো চিকিৎসা আছে উলেস্নখ করে ডা. সামন্ত লাল সেন বলেন, 'চিকিৎসাতে কোনো ঘাটতি হবে কিংবা চিকিৎসা জানে না- এমন আর হবে না। ভালো চিকিৎসা ঢাকার বাইরেও হবে, ঢাকার ভেতরেও হবে। এতে কোনো সন্দেহ নেই।' তিনি বলেন, 'জ্বর এলে আমরা যদি সঙ্গে সঙ্গে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হই, তাহলে ভালো চিকিৎসা এবং সুচিকিৎসা পাওয়া যাবে। ডেঙ্গুর চিকিৎসা নিয়ে আমি বিশ্বাস করি, একেবারে উপজেলা পর্যায়ে চিকিৎসক যারা আছেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত।' স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'সব রোগের ক্ষেত্রেই সবচেয়ে বড় বিষয় হলো, যাতে রোগটি হওয়ার আগেই প্রতিরোধ করা যায়। মানুষের যাতে ডেঙ্গু না হয়, সেই ব্যবস্থা নিতে হবে। মশা নির্মূলে সবাই একসঙ্গে কাজ করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এবং যে ঘরে মানুষ থাকে সেখানকার সবাইকেই সচেতন থাকতে হবে।' সব রোগের ক্ষেত্রেই প্রতিরোধ সবচেয়ে বড় বিষয় জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, 'মশা নির্মূলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন এবং নাগরিক, সবাইকেই সচেতন থাকতে হবে।' সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শেখ দাউদ আদনান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার, ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিলস্নুর রহমান প্রমুখ।