পাঁচ দিনের সফরে ঢাকায় আইওএমের মহাপরিচালক

প্রকাশ | ০৬ মে ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
অ্যামি পোপ
পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। রোববার দুপুর ১২টার পর ঢাকার হজরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইওএমের বাংলাদেশ প্রধান আবদুস সাত্তার ইসোভ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরে অ্যামি পোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ সরকারের একাধিক মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার ঢাকায় আইওএম এর বার্ষিক অভিবাসন বিষয়ক প্রতিবেদন প্রকাশ করবেন অ্যামি পোপ। বৃহস্পতিবার বাংলাদেশ সফর শেষে ঢাকা ছাড়বেন আইওএমের মহাপরিচালক।