শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত আরও ১৩ জন হাসপাতালে

যাযাদি ডেস্ক
  ০৫ মে ২০২৪, ০০:০০
ডেঙ্গু আক্রান্ত আরও ১৩ জন হাসপাতালে

সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে আরও ১৩ জন ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃতু্য হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ১২০ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৪ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ২৬১ জন। এর মধ্যে এক হাজার ৩৮৪ জন পুরুষ এবং ৮৭৭ জন নারী রয়েছেন।

চলতি বছরের এ যাবৎ ডেঙ্গুতে মোট ২৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং জন ১৪ জন নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃতু্য হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে