শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জেড এ খান আর নেই

যাযাদি রিপোর্ট
  ০৩ মে ২০২৪, ০০:০০
খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জেড এ খান আর নেই

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু আহমেদ জহিরুল আমিন খান (জেড এ খান) মারা গেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রাজধানীর গুলশানে নিজের বাসায় বুধবার বেলা আড়াইটায় তার মৃতু্য হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী ও দুই ছেলেকে তিনি

রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার জোহরের নামাজের পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এবং আসরের পর গুলশান জামে মসজিদে দুই দফা জানাজা শেষে বনানীর সামরিক কবরাস্থানে জেড এ খানকে দাফন করা হয়।

বাংলাদেশের রাজনীতিতে 'ওয়ান-ইলেভেনের' পট পরিবর্তনের আগে জেড এ খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পরে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক ছিলেন জেড এ খান।

তার জন্ম ১৯৪৪ সালের ১১ মে। ১৯৬৭ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসরে যান। এরপর বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে