যুক্তরাষ্ট্রে ছাত্র বিক্ষোভ দমনে যা করছে পুলিশ

প্রকাশ | ০৩ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ ধরে ইসরাইলবিরোধী প্রতিবাদে সরব। ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীরাও গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। এ প্রতিবাদের জেরে হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে গত মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয় শতাধিক ব্যক্তিকে। স্নাতক অনুষ্ঠানের মাত্র কয়েক দিন আগে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বিক্ষোভকারীদের তাঁবুর অস্থায়ী শিবিরগুলো অপসারণে হিমশিম খাচ্ছে। গত ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা ও পরে গাজায় শুরু করা ইসরাইলি বাহিনীর অভিযানে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে যুদ্ধবিরোধী সমাবেশ, অবস্থান, অনশনের মতো কর্মসূচি পালন করেছেন। তবে অতিসম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবুর শিবির গড়ে টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। হবিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, তাদের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ যেন ইসরাইলকে সরবরাহ করা অস্ত্রের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ না করে এবং তাদের কাছ থেকে কোনো তহবিল বা সুবিধা না নেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে 'গণহত্যা থেকে বিচ্ছিন্ন' থাকার আহ্বান জানাচ্ছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ইসরাইলের ভেতরে বা দেশটির প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করছে, এমন মার্কিন প্রতিষ্ঠানগুলো গাজায় ইসরাইলের যুদ্ধের সহকর্মী। আর তাদের বিশ্ববিদ্যালয়গুলো এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় সব প্রবেশ পথেই এখন পুলিশ ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ভিড়, রাস্তায় ব্যারিকেড। জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়ছে। ক্লাস বাতিল হয়েছে আর পরীক্ষা কবে হবে ঠিক নেই। বিশ্ববিদ্যালয়টিতে এর পর কী হতে যাচ্ছে তা নিয়েই সর্বত্র এক থমথমে ভাব আর অনিশ্চয়তা। বিবিসিকে শিক্ষার্থীরা বলেছেন, মঙ্গলবার গাজার ঘটনার প্রতিবাদ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অভিযান চালিয়ে একশ'র বেশি মানুষকে আটকের ঘটনায় পুরো ক্যাম্পাসই এখন বিপর্যস্ত। এদিকে, পুলিশি অভিযানের পর এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিক বলছেন, 'তাকে গভীর দুঃখ নিয়েই শিক্ষার্থী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ পুলিশকে দিতে হয়েছে। এবং এ ক্ষত শুকাতে সময় লাগবে।' অন্যদিকে, লস এঞ্জেলসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। সেখানে ক্যাম্পাসে পুলিশকে ডাকার আগেই সেখানে মুখোশ পরিহিত ইসরাইলপন্থি একটি গ্রম্নপ ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের তাঁবুতে হামলা চালায়। গভর্নরের মুখপাত্র বলেছেন, এ ঘটনায় 'সীমিত ও বিলম্বিত' পুলিশি হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়। বুধবার ওই ক্যাম্পাসে শত শত পুলিশ কর্মকর্তা অবস্থান নিয়েছিল। তবে অনেকেই অভিযোগ করেছেন, মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের তাঁবুকে ঘিরে সংঘর্ষের সময় পুলিশ দ্রম্নত ব্যবস্থা নেয়নি। যদিও কর্মকর্তারা বলেছেন সহিংসতার সূচনার পর দ্রম্নত পুলিশ মোতায়েন করা হয়েছিল। ইসরাইলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বয়কটের দাবিতে গত কিছুদিন ধরেই প্রচন্ড ছাত্র বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। মঙ্গলবার রাতে কয়েকটি জায়গায় তা সংঘর্ষের রূপ নেয়। এর আগে গত কয়েক সপ্তাহ ধরে হার্ভার্ড থেকে ইয়েলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলবিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছে বিক্ষোভকারীরা। এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বিক্ষোভ হতে হবে শান্তিপূর্ণ এবং 'জোর করে ভবন দখল করা শান্তিপূর্ণ ব্যাপার না- এটা ভুল।' সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স টেলিভিশনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে দিনটিকে কলাম্বিয়ার জন্য দুঃখের দিন হিসেবে উলেস্নখ করেছেন। নিউ ইয়র্ক শহরের ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান জামাল বাউম্যান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এ অভিযানের তীব্র সমালোচনা করেছেন। সেখানে পুলিশের উপস্থিতিতে তিনি ক্ষুব্ধ।